[2:197]

হজ্জ্বে কয়েকটি মাস আছে সুবিদিতএসব মাসে যে লোক হজ্জ্বের পরিপূর্ণ নিয়ত করবে, তার পক্ষে স্ত্রীও সাথে নিরাভরণ হওয়া জায়েজ নয়না অশোভন কোন কাজ করা, না ঝাগড়া-বিবাদ করা হজ্জ্বের সেই সময় জায়েজ নয়আর তোমরা যাকিছু সৎকাজ কর, আল্লাহ তো জানেনআর তোমরা পাথেয় সাথে নিয়ে নাওনিঃসন্দেহে সর্বোত্তম পাথেয় হচ্ছে আল্লাহর ভয়আর আমাকে ভয় করতে থাক, হে বুদ্ধিমানগন! তোমাদের উপর তোমাদের পালনকর্তার অনুগ্রহ অন্বেষণ করায় কোন পাপ নেই

[2:198]

তোমাদের উপর তোমাদের পালনকর্তার অনুগ্রহ অন্বেষন করায় কোন পাপ নেইঅতঃপর যখন তওয়াফের জন্য ফিরে আসবে আরাফাত থেকে, তখন মাশআরে-হারামের নিকটে আল্লাহকে স্মরণ করআর তাঁকে স্মরণ কর তেমনি করে, যেমন তোমাদিগকে হেদায়েত করা হয়েছেআর নিশ্চয়ই ইতিপূর্বে তোমরা ছিলে অজ্ঞ

[2:199]

অতঃপর তওয়াফের জন্যে দ্রুতগতিতে সেখান থেকে ফিরে আস, যেখান থেকে সবাই ফিরেআর আল্লাহর কাছেই মাগফেরাত কামনা করনিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী, করুনাময়

[2:200]

আর অতঃপর যখন হজ্জ্বের যাবতীয় অনুষ্ঠানক্রিয়াদি সমাপ্ত করে সারবে, তখন স্মরণ করবে আল্লাহকে, যেমন করে তোমরা স্মরণ করতে নিজেদের বাপ-দাদাদেরকে; বরং তার চেয়েও বেশী স্মরণ করবেতারপর অনেকে তো বলে যে পরওয়াদেগার! আমাদিগকে দুনিয়াতে দান করঅথচ তার জন্যে পরকালে কোন অংশ নেই

[2:201]

আর তাদের মধ্যে কেউ কেউ বলে-হে পরওয়ারদেগার! আমাদিগকে দুনয়াতেও কল্যাণ দান কর এবং আখেরাতেও কল্যাণ দান কর এবং আমাদিগকে দোযখের আযাব থেকে রক্ষা কর

[2:202]

এদেরই জন্য অংশ রয়েছে নিজেদের উপার্জিত সম্পদেরআর আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী