[19:65]
তিনি
নভোমন্ডল, ভূমন্ডলে
এতদুভয়ের মধ্যবর্তী
সবার পালনকর্তা। সুতরাং
তাঁরই বন্দেগী
করুন এবং তাতে
দৃঢ় থাকুন আপনি
কি তাঁর সমনাম কাউকে
জানেন?
[19:66]
মানুষ
বলেঃ আমার মৃত্যু
হলে পর আমি কি জীবিত
অবস্থায় পুনরুত্থিত
হব?
[19:67]
মানুষ
কি স্মরণ করে না
যে, আমি তাকে
ইতি পূর্বে সৃষ্টি
করেছি এবং সে তখন
কিছুই ছিল না।
[19:68]
সুতরাং
আপনার পালনকর্তার
কসম, আমি অবশ্যই
তাদেরকে এবং শয়তানদেরকে
একত্রে সমবেত করব, অতঃপর
অবশ্যই তাদেরকে
নতজানু অবস্থায়
জাহান্নামের চারপাশে
উপস্থিত করব।
[19:69]
অতঃপর
প্রত্যেক সম্প্রদায়ের
মধ্যে যে দয়াময়
আল্লাহর সর্বাধিক
অবাধ্য আমি অবশ্যই
তাকে পৃথক করে
নেব।
[19:70]
অতঃপর
তাদের মধ্যে যারা
জাহান্নামে প্রবেশের
অধিক যোগ্য, আমি তাদের
বিষয়ে ভালোভাবে
জ্ঞাত আছি।
[19:71]
তোমাদের
মধ্যে এমন কেউ
নেই যে তথায় পৌছবে
না।
এটা আপনার
পালনকর্তার অনিবার্য
ফায়সালা।
[19:72]
অতঃপর
আমি পরহেযগারদেরকে
উদ্ধার করব এবং
জালেমদেরকে সেখানে
নতজানু অবস্থায়
ছেড়ে দেব।
[19:73]
যখন তাদের
কাছে আমার সুস্পষ্ট
আয়াতসমূহ তেলাওয়াত
করা হয়, তখন কাফেররা মুমিনদেরকে
বলেঃ দুই দলের
মধ্যে কোনটি মর্তবায়
শ্রেষ্ঠ এবং কার মজলিস
উত্তম?
[19:74]
তাদের
পূর্বে কত মানব
গোষ্ঠীকে আমি
বিনাশ করেছি, তারা তাদের
চাইতে সম্পদে ও
জাঁক-জমকে শ্রেষ্ঠ
ছিল।
[19:75]
বলুন, যারা পথভ্রষ্টতায়
আছে, দয়াময়
আল্লাহ তাদেরকে যথেষ্ট
অবকাশ দেবেন; এমনকি
অবশেষে তারা প্রত্যক্ষ
করবে যে বিষয়ে
তাদেরকে ওয়াদা দেয়া হচ্ছে, তা আযাব
হোক অথবা কেয়ামতই
হোক। সুতরাং তখন
তারা জানতে পারবে
কে মর্তবায় নিকৃষ্ট
ও দলবলে দূর্বল।
[19:76]
যারা
সৎপথে চলে আল্লাহ
তাদের পথপ্রাপ্তি
বৃদ্ধি করেন এবং স্থায়ী
সৎকর্মসমূহ
তোমার পালনকর্তার
কাছে সওয়াবের দিক
দিয়ে শ্রেষ্ঠ এবং প্রতিদান
হিসেবেও শ্রেষ্ট।