[19:77]
আপনি
কি তাকে লক্ষ্য
করেছেন যে, আমার নিদর্শনাবলীতে বিশ্বাস
করে না এবং বলেঃ
আমাকে অর্থ-সম্পদ
ও সন্তান-সন্ততি
অবশ্যই দেয়া হবে।
[19:78]
সে কি
অদৃশ্য বিষয় জেনে
ফেলেছে, অথবা দয়াময় আল্লাহর নিকট থেকে
কোন প্রতিশ্রুতি
প্রাপ্ত হয়েছে?
[19:79]
না, এটা ঠিক
নয়।
সে যা
বলে আমি তা লিখে
রাখব এবং তার শাস্তি
দীর্ঘায়িত করতে
থাকব।
[19:80]
সে যা
বলে, মৃত্যুর
পর আমি তা নিয়ে
নেব এবং সে আমার কাছে আসবে
একাকী।
[19:81]
তারা
আল্লাহ ব্যতীত
অন্যান্য ইলাহ
গ্রহণ করেছে, যাতে তারা তাদের
জন্যে সাহায্যকারী
হয়।
[19:82]
কখনই
নয়, তারা তাদের
এবাদত অস্বীকার
করবে এবং তাদের বিপক্ষে
চলে যাবে।
[19:83]
আপনি
কি লক্ষ্য করেননি
যে, আমি কাফেরদের
উপর শয়তানদেরকে
ছেড়ে দিয়েছি। তারা তাদেরকে
বিশেষভাবে (মন্দকর্মে)
উৎসাহিত করে।
[19:84]
সুতরাং
তাদের ব্যাপারে
আপনি তাড়াহুড়া
করবেন না। আমি তো তাদের
গণনা পূর্ণ করছি
মাত্র।
[19:85]
সেদিন
দয়াময়ের কাছে পরহেযগারদেরকে
অতিথিরূপে সমবেত করব,
[19:86]
এবং অপরাধীদেরকে
পিপাসার্ত অবস্থায়
জাহান্নামের দিকে হাঁকিয়ে
নিয়ে যাব।
[19:87]
যে দয়াময়
আল্লাহর কাছ থেকে
প্রতিশ্রুতি গ্রহণ
করেছে, সে ব্যতীত আর কেউ
সুপারিশ করার অধিকারী
হবে না।
[19:88]
তারা
বলেঃ দয়াময় আল্লাহ
সন্তান গ্রহণ করেছেন।
[19:89]
নিশ্চয়
তোমরা তো এক
অদ্ভুত কান্ড করেছ।
[19:90]
হয় তো
এর কারণেই এখনই
নভোমন্ডল ফেটে
পড়বে, পৃথিবী খন্ড-বিখন্ড
হবে এবং পর্বতমালা
চূর্ণ-বিচুর্ণ
হবে।
[19:91]
এ কারণে
যে, তারা দয়াময়
আল্লাহর জন্যে
সন্তান আহবান করে।
[19:92]
অথচ সন্তান
গ্রহণ করা দয়াময়ের
জন্য শোভনীয় নয়।
[19:93]
নভোমন্ডল
ও ভূ-মন্ডলে কেউ
নেই যে, দয়াময় আল্লাহর কাছে দাস
হয়ে উপস্থিত হবে
না।
[19:94]
তাঁর
কাছে তাদের পরিসংখ্যান
রয়েছে এবং তিনি
তাদেরকে গণনা করে
রেখেছেন।
[19:95]
কেয়ামতের
দিন তাদের সবাই
তাঁর কাছে একাকী
অবস্থায় আসবে।