[20:88]
অতঃপর
সে তাদের জন্য
তৈরী করে বের করল
একটি গো-বৎস, একটা দেহ, যার মধ্যে
গরুর শব্দ ছিল। তারা বললঃ
এটা তোমাদের উপাস্য
এবং মূসার ও উপাস্য, অতঃপর
মূসা ভুলে গেছে।
[20:89]
তারা
কি দেখে না যে, এটা তাদের
কোন কথার উত্তর
দেয় না এবং তারে
কোন ক্ষতি ও উপকার
করার ক্ষমতাও রাখে
না?
[20:90]
হারুন
তাদেরকে পুর্বেই
বলেছিলেনঃ হে আমার
কওম, তোমরা তো এই
গো-বৎস দ্বারা
পরীক্ষায় নিপতিত
হয়েছ এবং তোমাদের
পালনকর্তা দয়াময়। অতএব, তোমরা
আমার অনুসরণ কর
এবং আমার আদেশ
মেনে চল।
[20:91]
তারা
বললঃ মূসা আমাদের
কাছে ফিরে আসা
পর্যন্ত আমরা সদাসর্বদা
এর সাথেই সংযুক্ত
হয়ে বসে থাকব।
[20:92]
মূসা
বললেনঃ হে হারুন, তুমি যখন
তাদেরকে পথ ভ্রষ্ট হতে দেখলে, তখন তোমাকে
কিসে নিবৃত্ত করল
?
[20:93]
আমার
পদাঙ্ক অনুসরণ
করা থেকে? তবে তুমি
কি আমার আদেশ অমান্য
করেছ?
[20:94]
তিনি
বললেনঃ হে আমার
জননী-তনয়, আমার শ্মশ্রু
ও মাথার চুল ধরে
আকর্ষণ করো না; আমি আশঙ্কা
করলাম যে, তুমি বলবেঃ
তুমি বনী-ইসরাঈলের মধ্যে
বিভেদ সৃষ্টি করেছ
এবং আমার কথা স্মরণে
রাখনি।
[20:95]
মূসা
বললেন হে সামেরী, এখন তোমার
ব্যাপার কি?
[20:96]
সে বললঃ
আমি দেখলাম যা
অন্যেরা দেখেনি। অতঃপর
আমি সেই প্রেরিত
ব্যক্তির পদচিহে?র নীচ
থেকে এক মুঠি মাটি
নিয়ে নিলাম। অতঃপর
আমি তা নিক্ষেপ করলাম। আমাকে
আমার মন এই মন্ত্রণাই
দিল।
[20:97]
মূসা
বললেনঃ দূর হ, তোর জন্য
সারা জীবন এ শাস্তিই রইল যে, তুই বলবি; আমাকে
স্পর্শ করো না, এবং তোর
জন্য একটি নির্দিষ্ট
ওয়াদা আছে, যার ব্যতিক্রম
হবে না। তুই তোর সেই
ইলাহের প্রতি লক্ষ্য
কর, যাকে তুই
ঘিরে থাকতি। আমরা সেটি
জালিয়ে দেবই। অতঃপর
একে বিক্ষিপ্ত
করে সাগরে ছড়িয়ে
দেবই।
[20:98]
তোমাদের
ইলাহ তো কেবল
আল্লাহই, যিনি ব্যতীত
অন্য কোন ইলাহ
নেই। সব
বিষয় তাঁর জ্ঞানের
পরিধিভুক্ত।