[2:203]
আর স্মরণ
কর আল্লাহকে নির্দিষ্ট
সংখ্যক কয়েকটি
দিনে। অতঃপর যে লোক
তাড়াহুড়া করে চলে
যাবে শুধু দু, দিনের
মধ্যে, তার জন্যে কোন
পাপ নেই। আর যে
লোক থেকে যাবে
তাঁর উপর কোন
পাপ নেই, অবশ্য যারা ভয়
করে। আর
তোমরা আল্লাহকে
ভয় করতে থাক এবং
নিশ্চিত জেনে রাখ, তোমরা
সবাই তার সামনে
সমবেত হবে।
[2:204]
আর এমন
কিছু লোক রযেছে
যাদের পার্থিব
জীবনের কথাবার্তা
তোমাকে চমৎকৃত
করবে। আর তারা সাক্ষ্য
স্থাপন করে আল্লাহকে
নিজের মনের কথার ব্যাপারে। প্রকৃতপক্ষে
তারা কঠিন ঝগড়াটে
লোক।
[2:205]
যখন ফিরে
যায় তখন চেষ্টা
করে যাতে সেখানে
অকল্যাণ সৃষ্টি
করতে পারে এবং
শস্যক্ষেত্র ও
প্রাণনাশ করতে
পারে। আল্লাহ ফাসাদ
ও দাঙ্গা-হাঙ্গামা
পছন্দ করেন না।
[2:206]
আর যখন
তাকে বলা হয় যে, আল্লাহকে
ভয় কর, তখন
তার পাপ তাকে অহঙ্কারে
উদ্বুদ্ধ করে। সুতরাং
তার জন্যে দোযখই
যথেষ্ট। আর নিঃসন্দেহে
তা হলো নিকৃষ্টতর
ঠিকানা।
[2:207]
আর মানুষের
মাঝে এক শ্রেণীর
লোক রয়েছে যারা
আল্লাহর সন্তুষ্টিকল্পে
নিজেদের জানের
বাজি রাখে। আল্লাহ
হলেন তাঁর বান্দাদের
প্রতি অত্যন্ত মেহেরবান।
[2:208]
হে ঈমানদার
গন! তোমরা পরিপূর্ণভাবে
ইসলামের অন্তর্ভুক্ত
হয়ে যাও এবং শয়তানের
পদাংক অনুসরণ কর
না।
নিশ্চিত
রূপে সে তোমাদের প্রকাশ্য
শত্রু।
[2:209]
অতঃপর
তোমাদের মাঝে
পরিস্কার নির্দেশ
এসে গেছে বলে জানার
পরেও যদি তোমরা
পদস্খলিত হও, তাহলে
নিশ্চিত জেনে রেখো, আল্লাহ, পরাক্রমশালী, বিজ্ঞ।
[2:210]
তারা
কি সে দিকেই তাকিয়ে
রয়েছে যে, মেঘের
আড়ালে তাদের সামনে
আসবেন আল্লাহ ও
ফেরেশতাগণ ? আর তাতেই
সব মীমাংসা হয়ে
যাবে। বস্তুতঃ সবকার্যকলাপই
আল্লাহর নিকট গিয়ে
পৌঁছবে।
[2:211]