[20:114]
সত্যিকার
অধীশ্বর আল্লাহ
মহান। আপনার প্রতি
আল্লাহর ওহী সম্পুর্ণ
হওয়ার পূর্বে আপনি
কোরআন গ্রহণের
ব্যপারে তাড়াহুড়া
করবেন না এবং বলুনঃ
হে আমার পালনকর্তা, আমার জ্ঞান
বৃদ্ধি করুন।
[20:115]
আমি ইতিপূর্বে
আদমকে নির্দেশ
দিয়েছিলাম। অতঃপর
সে ভুলে গিয়েছিল
এবং আমি তার মধ্যে
দৃঢ়তা পাইনি।
[20:116]
যখন আমি
ফেরেশতাদেরকে
বললামঃ তোমরা
আদমকে সেজদা কর, তখন ইবলীস
ব্যতীত সবাই সেজদা
করল। সে
অমান্য করল।
[20:117]
অতঃপর
আমি বললামঃ হে
আদম, এ তোমার
ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং
সে যেন বের করে
না দেয় তোমাদের
জান্নাত থেকে। তাহলে
তোমরা কষ্টে পতিত হবে।
[20:118]
তোমাকে
এই দেয়া হল যে, তুমি এতে
ক্ষুধার্ত হবে
না এবং বস্ত্রহীণ
হবে না।
[20:119]
এবং তোমার
পিপাসাও হবে না
এবং রৌদ্রেও কষ্ট
পাবে না।
[20:120]
অতঃপর
শয়তান তাকে কুমন্ত্রনা
দিল, বললঃ হে
আদম, আমি কি তোমাকে
বলে দিব অনন্তকাল
জীবিত থাকার বৃক্ষের
কথা এবং অবিনশ্বর
রাজত্বের কথা?
[20:121]
অতঃপর
তারা উভয়েই এর
ফল ভক্ষণ করল, তখন তাদের
সামনে তাদের লজ্জাস্থান
খুলে গেল এবং তারা
জান্নাতের বৃক্ষ-পত্র
দ্বারা নিজেদেরকে
আবৃত করতে শুরু
করল। আদম
তার পালনকর্তার
অবাধ্যতা করল, ফলে সে
পথ ভ্রষ্ঠ হয়ে
গেল।
[20:122]
এরপর
তার পালনকর্তা
তাকে মনোনীত করলেন, তার প্রতি মনোযোগী
হলেন এবং তাকে
সুপথে আনয়ন করলেন।
[20:123]
তিনি
বললেনঃ তোমরা
উভয়েই এখান থেকে
এক সঙ্গে নেমে যাও। তোমরা
একে অপরের শত্রু। এরপর যদি
আমার পক্ষ থেকে
তোমাদের কাছে
হেদায়েত আসে, তখন যে
আমার বর্ণিত পথ
অনুসরণ করবে, সে পথভ্রষ্ঠ
হবে না এবং কষ্টে
পতিত হবে না।
[20:124]
এবং যে
আমার স্মরণ থেকে
মুখ ফিরিয়ে নেবে, তার জীবিকা সংকীর্ণ
হবে এবং আমি তাকে
কেয়ামতের দিন অন্ধ
অবস্থায় উত্থিত
করব।
[20:125]
সে বলবেঃ
হে আমার পালনকর্তা
আমাকে কেন অন্ধ
অবস্থায় উত্থিত
করলেন? আমি তো চক্ষুমান
ছিলাম।