[20:126]
আল্লাহ
বলবেনঃ এমনিভাবে
তোমার কাছে আমার
আয়াতসমূহ এসেছিল, অতঃপর
তুমি সেগুলো ভুলে
গিয়েছিলে। তেমনিভাবে
আজ তোমাকে ভুলে
যাব।
[20:127]
এমনিভাবে
আমি তাকে প্রতিফল
দেব, যে সীমালঙ্ঘন
করে এবং পালনকর্তার
কথায় বিশ্বাস স্থাপন
না করে। তার পরকালের
শাস্তি কঠোরতর
এবং অনেক স্থায়ী।
[20:128]
আমি এদের
পূর্বে অনেক সম্প্রদায়কে
ধবংস করেছি। যাদের বাসভুমিতে
এরা বিচরণ করে, এটা কি
এদেরকে সৎপথ
প্রদর্শন করল না? নিশ্চয়
এতে বুদ্ধিমানদের
জন্যে নিদর্শনাবলী
রয়েছে।
[20:129]
আপনার
পালনকর্তার পক্ষ
থেকে পূর্ব সিদ্ধান্ত
এবং একটি কাল নির্দিষ্ট
না থাকলে শাস্তি
অবশ্যম্ভাবী হয়ে
যেত।
[20:130]
সুতরাং
এরা যা বলে সে বিষয়ে
ধৈর্য্য ধারণ করুন
এবং আপনার পালনকর্তার
প্রশংসা পবিত্রতা
ও মহিমা ঘোষনা
করুন সূর্যোদয়ের
পূর্বে, সূর্যাস্তের
পূর্বে এবং পবিত্রতা
ও মহিমা ঘোষনা
করুন রাত্রির কিছু
অংশ ও দিবাভাগে, সম্ভবতঃ
তাতে আপনি সন্তুষ্ট
হবেন।
[20:131]
আমি এদের
বিভিন্ন প্রকার
লোককে পরীক্ষা
করার জন্যে পার্থিবজীবনের
সৌন্দর্য স্বরূপ
ভোগ-বিলাসের যে
উপকরণ দিয়েছি, আপনি সেই
সব বস্তুর প্রতি
দৃষ্টি নিক্ষেপ
করবেন না। আপনার
পালনকর্তার দেয়া
রিযিক উৎকৃষ্ট
ও অধিক স্থায়ী।
[20:132]
আপনি
আপনার পরিবারের
লোকদেরকে নামাযের
আদেশ দিন এবং নিজেও
এর ওপর অবিচল থাকুন। আমি আপনার
কাছে কোন রিযিক
চাই না। আমি আপনাকে
রিযিক দেই এবং আল্লাহ
ভীরুতার পরিণাম
শুভ।
[20:133]
এরা বলেঃ
সে আমাদের কাছে
তার পালনকর্তার
কাছ থেকে কোন নিদর্শন
আনয়ন করে না কেন? তাদের
কাছে কি প্রমাণ
আসেনি, যা পূর্ববর্তী গ্রন্থসমূহে
আছে?
[20:134]
যদি আমি
এদেরকে ইতিপূর্বে
কোন শাস্তি দ্বারা
ধ্বংস করতাম, তবে এরা
বলতঃ হে আমাদের
পালনকর্তা, আপনি আমাদের
কাছে একজন রসূল
প্রেরণ করলেন
না কেন? তাহলে তো আমরা
অপমানিত ও হেয়
হওয়ার পূর্বেই
আপনার নিদর্শন
সমূহ মেনে চলতাম।
[20:135]
বলুন, প্রত্যেকেই
পথপানে চেয়ে আছে, সুতরাং
তোমরাও পথপানে
চেয়ে থাক। অদূর ভবিষ্যতে
তোমরা জানতে পারবে
কে সরল পথের পথিক
এবং কে সৎপথ প্রাপ্ত
হয়েছে।