[21:11]
আমি কত
জনপদের ধ্বংস সাধন
করেছি যার অধিবাসীরা
ছিল পাপী এবং তাদের
পর সৃষ্টি করেছি
অন্য জাতি।
[21:12]
অতঃপর
যখন তারা আমার
আযাবের কথা টের
পেল, তখনই তারা সেখান
থেকে পলায়ন করতে
লাগল।
[21:13]
পলায়ন
করো না এবং ফিরে
এস, যেখানে
তোমরা বিলাসিতায় মত্ত ছিলে
ও তোমাদের আবাসগৃহে; সম্ভবত; কেউ তোমাদের
জিজ্ঞেস করবে।
[21:14]
তারা
বললঃ হায়, দুর্ভোগ
আমাদের, আমরা অবশ্যই পাপী ছিলাম।
[21:15]
তাদের
এই আর্তনাদ সব
সময় ছিল, শেষ পর্যন্ত আমি তাদেরকে
করে দিলাম যেন
কর্তিত শস্য ও
নির্বাপিত অগ্নি।
[21:16]
আকাশ
পৃথিবী এতদুভয়ের
মধ্যে যা আছে, তা আমি ক্রীড়াচ্ছলে
সৃষ্টি করিনি।
[21:17]
আমি যদি
ক্রীড়া উপকরণ সৃষ্টি
করতে চাইতাম, তবে আমি আমার কাছে
যা আছে তা দ্বারাই
তা করতাম, যদি আমাকে
করতে হত।
[21:18]
বরং আমি
সত্যকে মিথ্যার
উপর নিক্ষেপ করি, অতঃপর
সত্য মিথ্যার মস্তক
চুর্ণ-বিচূর্ণ
করে দেয়, অতঃপর মিথ্যা
তৎক্ষণাৎ নিশ্চিহ্ন
হয়ে যায়। তোমরা যা
বলছ, তার জন্যে
তোমাদের দুর্ভোগ।
[21:19]
নভোমন্ডল
ও ভুমন্ডলে যারা
আছে, তারা তাঁরই। আর যারা তাঁর সান্নিধ্যে
আছে তারা তাঁর
ইবাদতে অহংকার
করে না এবং অলসতাও
করে না।
[21:20]
তারা
রাত্রিদিন তাঁর
পবিত্রতা ও মহিমা
বর্ণনা করে এবং ক্লান্ত
হয় না।
[21:21]
তারা
কি মৃত্তিকা দ্বারা
তৈরী উপাস্য গ্রহণ
করেছে, যে তারা তাদেরকে
জীবিত করবে?
[21:22]
যদি নভোমন্ডল
ও ভুমন্ডলে আল্লাহ
ব্যতীত অন্যান্য উপাস্য
থাকত, তবে
উভয়ের ধ্বংস হয়ে
যেত। অতএব
তারা যা বলে, তা থেকে
আরশের অধিপতি আল্লাহ
পবিত্র।
[21:23]
তিনি
যা করেন, তৎসম্পর্কে
তিনি জিজ্ঞাসিত
হবেন না এবং তাদেরকে
জিজ্ঞেস করা হবে।
[21:24]
তারা
কি আল্লাহ ব্যতীত
অন্যান্য উপাস্য
গ্রহণ করেছে? বলুন, তোমরা
তোমাদের প্রমাণ
আন।
এটাই
আমার সঙ্গীদের
কথা এবং এটাই আমার পুর্ববর্তীদের
কথা। বরং
তাদের অধিকাংশই
সত্য জানে না; অতএব তারা
টালবাহানা করে।