[21:36]
কাফেররা
যখন আপনাকে দেখে
তখন আপনার সাথে
ঠাট্টা করা ছাড়া তাদের
আর কোন কাজ থাকে
না, একি সেই
ব্যক্তি, যে তোমাদের
দেব-দেবীদের সমালোচনা
করে? এবং তারাই
তো রহমান’ এর আলোচনায়
অস্বীকার করে।
[21:37]
সৃষ্টিগত
ভাবে মানুষ ত্বরাপ্রবণ, আমি সত্তরই তোমাদেরকে
আমার নিদর্শনাবলী
দেখাব। অতএব আমাকে
শীঘ্র করতে বলো
না।
[21:38]
এবং তারা
বলেঃ যদি তোমরা
সত্যবাদী হও তবে
এই ওয়াদা কবে পুর্ণ
হবে?
[21:39]
যদি কাফেররা
ঐ সময়টি জানত, যখন তারা
তাদের সম্মুখ ও পৃষ্ঠদেশ
থেকে অগ্নি প্রতিরোধ
করতে পারবে না
এবং তারা সাহায্য
প্রাপ্ত হবে না।
[21:40]
বরং তা
আসবে তাদের উপর
অতর্কিত ভাবে, অতঃপর
তাদেরকে তা হতবুদ্ধি
করে দেবে, তখন তারা
তা রোধ করতেও
পারবে না এবং তাদেরকে
অবকাশও দেয়া হবে না।
[21:41]
আপনার
পূর্বেও অনেক রাসূলের
সাথে ঠাট্টা-বিদ্রূপ
করা হয়েছে। অতঃপর
যে বিষয়ে তারা
ঠাট্টা করত তা
উল্টো ঠাট্টাকারীদের
উপরই আপতিত হয়েছে।
[21:42]
বলুনঃ
‘রহমান’ থেকে কে
তোমাদেরকে হেফাযত
করবে রাত্রে ও দিনে। বরং তারা
তাদের পালনকর্তার
স্মরণ থেকে মুখ
ফিরিয়ে রাখে।
[21:43]
তবে কি
আমি ব্যতীত তাদের
এমন দেব-দেবী আছে
যারা তাদেরকে রক্ষা
করবে? তারা
তো নিজেদেরই সাহায্য
করতে সক্ষম নয়
এবং তারা আমার মোকাবেলায়
সাহায্যকারীও
পাবে না।
[21:44]
বরং আমি
তাদেরকে এবং তাদের
বাপ-দাদাকে ভোগসম্বার দিয়েছিলাম, এমনকি
তাদের আয়ুস্কালও
দীর্ঘ হয়েছিল। তারা কি
দেখে না যে, আমি তাদের দেশকে
চতুর্দিক থেকে
হ্রাস করে আনছি। এরপরও
কি তারা বিজয়ী
হবে?