[21:58]
অতঃপর
তিনি সেগুলোকে
চূর্ণ-বিচুর্ণ
করে দিলেন ওদের প্রধানটি
ব্যতীতঃ যাতে তারা
তাঁর কাছে প্রত্যাবর্তন
করে।
[21:59]
তারা
বললঃ আমাদের উপাস্যদের
সাথে এরূপ ব্যবহার
কে করল?
সে তো
নিশ্চয়ই কোন জালিম।
[21:60]
কতক লোকে
বললঃ আমরা এক যুবককে
তাদের সম্পর্কে
বিরূপ আলোচনা করতে
শুনেছি; তাকে ইব্রাহীম
বলা হয়।
[21:61]
তারা
বললঃ তাকে জনসমক্ষে
উপস্থিত কর, যাতে তারা
দেখে।
[21:62]
তারা
বললঃ হে ইব্রাহীম
তুমিই কি আমাদের
উপাস্যদের সাথে এরূপ
ব্যবহার করেছ?
[21:63]
তিনি
বললেনঃ না এদের
এই প্রধানই তো
একাজ করেছে। অতএব তাদেরকে
জিজ্ঞেস কর, যদি তারা
কথা বলতে পারে।
[21:64]
অতঃপর
মনে মনে চিন্তা
করল এবং বললঃ লোক
সকল; তোমরাই বে ইনসাফ।
[21:65]
অতঃপর
তারা ঝুঁকে গেল
মস্তক নত করে, তুমি তো
জান যে, এরা কথা বলে না
[21:66]
তিনি
বললেনঃ তোমরা
কি আল্লাহর পরিবর্তে
এমন কিছুর এবাদত
কর, যা তোমাদের
কোন উপকার ও করতে
পারে না এবং ক্ষতিও
করতে পারে না ?
[21:67]
ধিক তোমাদের
জন্যে এবং তোমরা
আল্লাহ ব্যতীত
যাদেরই এবাদত
কর, ওদের জন্যে। তোমরা
কি বোঝ না?
[21:68]
তারা
বললঃ একে পুড়িয়ে
দাও এবং তোমাদের
উপাস্যদের সাহায্য
কর, যদি তোমরা
কিছু করতে চাও।
[21:69]
আমি বললামঃ
হে অগ্নি, তুমি ইব্রাহীমের
উপর শীতল ও নিরাপদ
হয়ে যাও।
[21:70]
তারা
ইব্রাহীমের বিরুদ্ধে
ফন্দি আঁটতে চাইল, অতঃপর আমি তাদেরকেই
সর্বাধিক ক্ষতিগ্রস্থ
করে দিলাম।
[21:71]
আমি তাঁকে
ও লূতকে উদ্ধার
করে সেই দেশে পৌঁছিয়ে দিলাম, যেখানে
আমি বিশ্বের জন্যে
কল্যাণ রেখেছি।
[21:72]
আমি তাকে
দান করলাম ইসহাক
ও পুরস্কার স্বরূপ
দিলাম ইয়াকুব এবং
প্রত্যেককেই সৎকর্ম
পরায়ণ করলাম।