[21:73]

আমি তাঁদেরকে নেতা করলামতাঁরা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করতেনআমি তাঁদের প্রতি ওহী নাযিল করলাম সৎকর্ম করার, নামায কায়েম করার এবং যাকাত দান করারতাঁরা আমার এবাদতে ব্যাপৃত ছিল

[21:74]

এবং আমি লূতকে দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান এবং তাঁকে ঐ জনপদ থেকে উদ্ধার করেছিলাম, যারা নোংরা কাজে লিপ্ত ছিলতারা মন্দ ও নাফরমান সম্প্রদায় ছিল

[21:75]

আমি তাকে আমার অনুগ্রহের অন্তর্ভুক্ত করেছিলামসে ছিল সৎকর্মশীলদের একজন

[21:76]

এবং স্মরণ করুন নূহকে; যখন তিনি এর পূর্বে আহবান করেছিলেনতখন আমি তাঁর দোয়া কবুল করেছিলাম, অতঃপর তাঁকে ও তাঁর পরিবারবর্গকে মহা সংকট থেকে উদ্ধার করেছিলাম

[21:77]

এবং আমি তাঁকে ঐ সম্প্রদায়ের বিপক্ষে সাহায্য করেছিলাম, যারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করেছিলনিশ্চয়, তারা ছিল এক মন্দ সম্প্রদায়অতঃপর আমি তাদের সবাইকে নিমজ্জত করেছিলাম

[21:78]

এবং স্মরণ করুন দাউদ ও সুলায়মানকে, যখন তাঁরা শস্যক্ষেত্র সম্পর্কে বিচার করেছিলেনতাতে রাত্রিকালে কিছু লোকের মেষ ঢুকে পড়েছিলতাদের বিচার আমার সম্মুখে ছিল

[21:79]

অতঃপর আমি সুলায়মানকে সে ফায়সালা বুঝিয়ে দিয়েছিলাম এবং আমি উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দিয়েছিলামআমি পর্বত ও পক্ষীসমূহকে দাউদের অনুগত করে দিয়েছিলাম; তারা আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতএই সমস্ত আমিই করেছিলাম

[21:80]

আমি তাঁকে তোমাদের জন্যে বর্ম নির্মান শিক্ষা দিয়েছিলাম, যাতে তা যুদ্ধে তোমাদেরকে রক্ষা করেঅতএব তোমরা কি কৃতজ্ঞ হবে?

[21:81]

এবং সুলায়মানের অধীন করে দিয়েছিলাম প্রবল বায়ুকে; তা তাঁর আদেশে প্রবাহিত হত ঐ দেশের দিকে, যেখানে আমি কল্যাণ দান করেছিআমি সব বিষয়েই সম্যক অবগত রয়েছি