[21:82]
এবং অধীন
করেছি শয়তানদের
কতককে, যারা তার জন্যে ডুবুরীর
কাজ করত এবং এ ছাড়া
অন্য আরও অনেক
কাজ করত। আমি তাদেরকে
নিয়ন্ত্রন করে রাখতাম।
[21:83]
এবং স্মরণ
করুন আইয়্যুবের
কথা, যখন তিনি
তাঁর পালনকর্তাকে
আহবান করে বলেছিলেনঃ
আমি দুঃখকষ্টে
পতিত হয়েছি এবং
আপনি দয়াবানদের চাইতেও
সর্বশ্রেষ্ট দয়াবান।
[21:84]
অতঃপর
আমি তাঁর আহবানে
সাড়া দিলাম এবং
তাঁর দুঃখকষ্ট দূর করে
দিলাম এবং তাঁর
পরিবরাবর্গ ফিরিয়ে
দিলাম, আর তাদের সাথে
তাদের সমপরিমাণ আরও দিলাম
আমার পক্ষ থেকে
কৃপাবশতঃ আর এটা
এবাদত কারীদের
জন্যে উপদেশ স্বরূপ।
[21:85]
এবং ইসমাঈল, ই’দ্রীস
ও যুলকিফলের কথা
স্মরণ করুন, তাঁরা
প্রত্যেকেই ছিলেন
সবরকারী।
[21:86]
আমি তাঁদেরকে
আমার রহমাতপ্রাপ্তদের
অন্তর্ভূক্ত করেছিলাম। তাঁরা
ছিলেন সৎকর্মপরায়ণ।
[21:87]
এবং মাছওয়ালার
কথা স্মরণ করুন
তিনি ক্রুদ্ধ হয়ে
চলে গিয়েছিলেন, অতঃপর
মনে করেছিলেন যে, আমি তাঁকে
ধৃত করতে পারব
না।
অতঃপর
তিনি অন্ধকারের
মধ্যে আহবান করলেনঃ
তুমি ব্যতীত কোন
উপাস্য নেই; তুমি নির্দোষ
আমি গুনাহগার।
[21:88]
অতঃপর
আমি তাঁর আহবানে
সাড়া দিলাম এবং
তাঁকে দুশ্চিন্তা
থেকে মুক্তি দিলাম। আমি এমনি
ভাবে বিশ্ববাসীদেরকে
মুক্তি দিয়ে থাকি।
[21:89]
এবং যাকারিয়ার
কথা স্মরণ করুন, যখন সে
তার পালনকর্তাকে
আহবান করেছিল; হে আমার
পালনকর্তা আমাকে
একা রেখো না। তুমি তো উত্তম
ওয়ারিস।
[21:90]
অতঃপর
আমি তার দোয়া
কবুল করেছিলাম, তাকে দান করেছিলাম
ইয়াহইয়া এবং তার
জন্যে তার স্ত্রীকে
প্রসব যোগ্য করেছিলাম। তারা সৎকর্মে
ঝাঁপিয়ে পড়ত, তারা আশা
ও ভীতি সহকারে
আমাকে ডাকত এবং
তারা ছিল আমার
কাছে বিনীত।