[21:91]
এবং সেই
নারীর কথা আলোচনা
করুন, যে
তার কামপ্রবৃত্তিকে
বশে রেখেছিল, অতঃপর
আমি তার মধ্যে
আমার রূহ ফুঁকে
দিয়েছিলাম এবং তাকে তার
পুত্রকে বিশ্ববাসীর
জন্য নিদর্শন করেছিলাম।
[21:92]
তারা
সকলেই তোমাদের
ধর্মের; একই ধর্মে তো
বিশ্বাসী সবাই এবং
আমিই তোমাদের
পালনকর্তা, অতএব আমার
বন্দেগী কর।
[21:93]
এবং মানুষ
তাদের কার্যকলাপ
দ্বারা পারস্পরিক
বিষয়ে ভেদ সৃষ্টি
করেছে। প্রত্যেকেই
আমার কাছে প্রত্যাবর্তিত
হবে।
[21:94]
অতঃপর
যে বিশ্বাসী অবস্থায়
সৎকর্ম সম্পাদন
করে, তার প্রচেষ্টা
অস্বীকৃত হবে না
এবং আমি তা লিপিবদ্ধ
করে রাখি।
[21:95]
যেসব
জনপদকে আমি ধ্বংস
করে দিয়েছি, তার অধিবাসীদের ফিরে না
আসা অবধারিত।
[21:96]
যে পর্যন্ত
না ইয়াজুজ ও মাজুজকে
বন্ধন মুক্ত করে
দেয়া হবে এবং তারা
প্রত্যেক উচ্চভুমি
থেকে দ্রুত ছুটে
আসবে।
[21:97]
আমোঘ
প্রতিশ্রুত সময়
নিকটবর্তী হলে
কাফেরদের চক্ষু উচ্চে
স্থির হয়ে যাবে; হায় আমাদের
দূর্ভাগ্য, আমরা এ
বিষয়ে বেখবর ছিলাম; বরং আমরা গোনাহগরই
ছিলাম।
[21:98]
তোমরা
এবং আল্লাহর পরিবর্তে
তোমরা যাদের পুজা
কর, সেগুলো
দোযখের ইন্ধন। তোমরাই
তাতে প্রবেশ করবে।
[21:99]
এই মূর্তিরা
যদি উপাস্য হত, তবে জাহান্নামে
প্রবেশ করত না। প্রত্যেকেই
তাতে চিরস্থায়ী
হয়ে পড়ে থাকবে।
[21:100]
তারা
সেখানে চীৎকার
করবে এবং সেখানে
তারা কিছুই শুনতে পাবে না।
[21:101]
যাদের
জন্য প্রথম থেকেই
আমার পক্ষ থেকে
কল্যাণ নির্ধারিত
হয়েছে তারা দোযখ
থেকে দূরে থাকবে।