[21:102]
তারা
তার ক্ষীণতম শব্দও
শুনবে না এবং তারা
তাদের মনের বাসনা
অনুযায়ী চিরকাল
বসবাস করবে।
[21:103]
মহা ত্রাস
তাদেরকে চিন্তান্বিত
করবে না এবং ফেরেশতারা তাদেরকে
অভ্যর্থনা করবেঃ
আজ তোমাদের দিন, যে দিনের
ওয়াদা তোমাদেরকে
দেয়া হয়েছিল।
[21:104]
সেদিন
আমি আকাশকে গুটিয়ে
নেব, যেমন গুটানো
হয় লিখিত কাগজপত্র। যেভাবে
আমি প্রথমবার সৃষ্টি
করেছিলাম, সেভাবে
পুনরায় সৃষ্টি
করব। আমার ওয়াদা
নিশ্চিত, আমাকে তা পূর্ণ
করতেই হবে।
[21:105]
আমি উপদেশের
পর যবুরে লিখে
দিয়েছি যে, আমার সৎকর্মপরায়ণ
বান্দাগণ অবশেষে
পৃথিবীর অধিকারী
হবে।
[21:106]
এতে এবাদতকারী
সম্প্রদায়ের জন্যে
পর্যাপ্ত বিষয়বস্তু আছে।
[21:107]
আমি আপনাকে
বিশ্ববাসীর জন্যে
রহমত স্বরূপই প্রেরণ করেছি।
[21:108]
বলুনঃ
আমাকে তো এ আদেশই
দেয়া হয়েছে যে, তোমাদের উপাস্য
একমাত্র উপাস্য। সুতরাংতোমরা
কি আজ্ঞাবহ হবে?
[21:109]
অতঃপর
যদি তারা মুখ ফিরিয়ে
নেয়, তবে বলে
দিনঃ আমি তোমাদেরকে
পরিস্কার ভাবে
সতর্ক করেছি এবং
আমি জানি না, তোমাদেরকে
যে ওয়াদা দেয়া হয়েছে, তা নিকটবর্তী
না দূরবর্তী।
[21:110]
তিনি
জানেন, যে কথা সশব্দে
বল এবং যে কথা তোমরা গোপন
কর।
[21:111]
আমি জানি
না সম্ভবতঃ বিলম্বের
মধ্যে তোমাদের
জন্যে একটি পরীক্ষা
এবং এক সময় পর্যন্ত
ভোগ করার সুযোগ।
[21:112]
পয়গাম্বর
বললেনঃ হে আমার
পালনকর্তা, আপনি ন্যায়ানুগ ফয়সালা
করে দিন। আমাদের
পালনকর্তা তো
দয়াময়, তোমরা যা বলছ, সে বিষয়ে
আমরা তাঁর কাছেই
সাহায্য প্রার্থনা
করি।