[22:16]
এমনিভাবে
আমি সুস্পষ্ট আয়াত
রূপে কোরআন নাযিল
করেছি এবং আল্লাহ-ই
যাকে ইচ্ছা হেদায়েত
করেন।
[22:17]
যারা
মুসলমান, যারা ইহুদী, সাবেয়ী, খ্রীষ্টান, অগ্নিপুজক
এবং যারা মুশরেক, কেয়ামতের
দিন আল্লাহ অবশ্যই
তাদের মধ্যে ফায়সালা
করে দেবেন। সবকিছুই
আল্লাহর দৃষ্টির
সামনে।
[22:18]
তুমি
কি দেখনি যে, আল্লাহকে সেজদা
করে যা কিছু আছে
নভোমন্ডলে, যা কিছু আছে
ভুমন্ডলে, সূর্য, চন্দ্র, তারকারাজি
পর্বতরাজি বৃক্ষলতা, জীবজন্তু এবং
অনেক মানুষ। আবার অনেকের
উপর অবধারিত হয়েছে
শাস্তি। আল্লাহ
যাকে ইচ্ছা লাঞ্ছিত
করেন, তাকে কেউ
সম্মান দিতে পারে
না।
আল্লাহ
যা ইচ্ছা তাই করেন
[ Sajdah ]
[22:19]
এই দুই
বাদী বিবাদী, তারা তাদের
পালনকর্তা সম্পর্কে বিতর্ক
করে। অতএব
যারা কাফের, তাদের
জন্যে আগুনের পোশাক
তৈরী করা হয়েছে। তাদের মাথার
উপর ফুটন্ত পানি
ঢেলে দেয়া হবে।
[22:20]
ফলে তাদের
পেটে যা আছে, তা এবং
চর্ম গলে বের হয়ে যাবে।
[22:21]
তাদের
জন্যে আছে লোহার
হাতুড়ি।
[22:22]
তারা
যখনই যন্ত্রনায়
অতিষ্ঠ হয়ে জাহান্নাম
থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে
তাতে ফিরিয়ে দেয়া
হবে। বলা
হবেঃ দহন শাস্তি
আস্বাদন কর।
[22:23]
নিশ্চয়
যারা বিশ্বাস স্থাপন
করে এবং সৎকর্ম
করে, আল্লাহ
তাদেরকে দাখিল
করবেন উদ্যান সমূহে, যার তলদেশ
দিয়ে নির্ঝরিণীসমূহ প্রবাহিত
হবে। তাদেরকে
তথায় স্বর্ণ-কংকন
ও মুক্তা দ্বারা
অলংকৃত করা হবে
এবং তথায় তাদের
পোশাক হবে রেশমী।