[22:31]
আল্লাহর
দিকে একনিষ্ট হয়ে, তাঁর সাথে
শরীক না করে; এবং যে
কেউ আল্লাহর সাথে
শরীক করল; সে যেন
আকাশ থেকে ছিটকে
পড়ল, অতঃপর
মৃতভোজী পাখী তাকে
ছোঁ মেরে নিয়ে
গেল অথবা বাতাস
তাকে উড়িয়ে নিয়ে
কোন দূরবর্তী
স্থানে নিক্ষেপ
করল।
[22:32]
এটা শ্রবণযোগ্য
কেউ আল্লাহর নামযুক্ত
বস্তুসমুহের প্রতি
সম্মান প্রদর্শন
করলে তা তো তার
হৃদয়ের আল্লাহভীতি
প্রসূত।
[22:33]
চতুস্পদ
জন্তুসমূহের মধ্যে
তোমাদের জন্যে নির্দিষ্টকাল
পর্যন্ত উপকার
রয়েছে। অতঃপর এগুলোকে
পৌছাতে হবে মুক্ত
গৃহ পর্যন্ত।
[22:34]
আমি প্রত্যেক
উম্মতের জন্যে
কোরবানী নির্ধারণ
করেছি, যাতে তারা আল্লাহর
দেয়া চতুস্পদ জন্তু
যবেহ কারার সময়
আল্লাহর নাম উচ্চারণ
করে। অতএব তোমাদের
আল্লাহ তো একমাত্র
আল্লাহ সুতরাং
তাঁরই আজ্ঞাধীন
থাক এবং বিনয়ীগণকে
সুসংবাদ দাও;
[22:35]
যাদের
অন্তর আল্লাহর
নাম স্মরণ করা
হলে ভীত হয় এবং যারা তাদের
বিপদাপদে ধৈর্য্যধারণ
করে এবং যারা নামায
কায়েম করে ও আমি
যা দিয়েছি, তা থেকে
ব্যয় করে।
[22:36]
এবং কা’বার জন্যে
উৎসর্গীকৃত
উটকে আমি তোমাদের
জন্যে আল্লাহর অন্যতম
নিদর্শন করেছি। এতে তোমাদের
জন্যে মঙ্গল রয়েছে। সুতরাং সারিবদ্ধভাবে
বাঁধা অবস্থায়
তাদের যবেহ করার
সময় তোমরা আল্লাহর
নাম উচ্চারণ কর। অতঃপর
যখন তারা কাত হয়ে
পড়ে যায় তখন তা
থেকে তোমরা আহার
কর এবং আহার করাও
যে কিছু যাচ্ঞা করে
না তাকে এবং যে
যাচ্ঞা করে তাকে। এমনিভাবে
আমি এগুলোকে তোমাদের
বশীভূত করে দিয়েছি, যাতে তোমরা
কৃতজ্ঞতা প্রকাশ
কর।
[22:37]
এগুলোর
গোশত ও রক্ত আল্লাহর
কাছে পৌঁছে না, কিন্তু পৌঁছে
তাঁর কাছে তোমাদের
মনের তাকওয়া। এমনিভাবে
তিনি এগুলোকে
তোমাদের বশ করে দিয়েছেন, যাতে তোমরা
আল্লাহর মহত্ত্ব
ঘোষণা কর এ কারণে
যে, তিনি তোমাদের
পথ প্রদর্শন করেছেন। সুতরাং
সৎকর্মশীলদের
সুসংবাদ শুনিয়ে
দিন।
[22:38]
আল্লাহ
মুমিনদের থেকে
শত্রুদেরকে হটিয়ে
দেবেন। আল্লাহ কোন বিশ্বাসঘাতক
অকৃতজ্ঞকে পছন্দ
করেন না।