[22:39]
যুদ্ধে
অনুমতি দেয়া হল
তাদেরকে যাদের
সাথে কাফেররা যুদ্ধ
করে; কারণ তাদের
প্রতি অত্যাচার
করা হয়েছে। আল্লাহ
তাদেরকে সাহায্য
করতে অবশ্যই সক্ষম।
[22:40]
যাদেরকে
তাদের ঘর-বাড়ী
থেকে অন্যায়ভাবে
বহিস্কার করা হয়েছে
শুধু এই অপরাধে
যে, তারা বলে
আমাদের পালনকর্তা
আল্লাহ। আল্লাহ
যদি মানবজাতির
একদলকে অপর দল
দ্বারা প্রতিহত
না করতেন, তবে (খ্রীষ্টানদের)
নির্ঝন গির্জা, এবাদত
খানা, (ইহুদীদের)
উপাসনালয় এবং মসজিদসমূহ
বিধ্বস্ত হয়ে যেত, যেগুলাতে
আল্লাহর নাম অধিক
স্মরণ করা হয়। আল্লাহ
নিশ্চয়ই তাদেরকে
সাহায্য করবেন, যারা আল্লাহর
সাহায্য করে। নিশ্চয়ই
আল্লাহ পরাক্রমশালী
শক্তিধর।
[22:41]
তারা
এমন লোক যাদেরকে
আমি পৃথিবীতে শক্তি-সামর্থ? দান করলে
তারা নামায কায়েম
করবে, যাকাত
দেবে এবং সৎকাজে
আদেশ ও অসৎকাজে
নিষেধ করবে। প্রত্যেক
কর্মের পরিণাম
আল্লাহর এখতিয়ারভূক্ত।
[22:42]
তারা
যদি আপনাকে মিথ্যাবাদী
বলে, তবে তাদের
পূর্বে মিথ্যাবাদী
বলেছে কওমে নূহ, আদ, সামুদ,
[22:43]
ইব্রাহীম
ও লূতের সম্প্রদায়ও।
[22:44]
এবং মাদইয়ানের
অধিবাসীরা এবং
মিথ্যাবাদী বলা
হয়েছিল মূসাকেও। অতঃপর
আমি কাফেরদেরকে
সুযোগ দিয়েছিলাম
এরপর তাদেরকে পাকড়াও
করেছিলাম অতএব কি
ভীষণ ছিল আমাকে
অস্বীকৃতির পরিণাম।
[22:45]
আমি কত
জনপদ ধ্বংস করেছি
এমতাবস্থায় যে, তারা ছিল গোনাহগার। এই সব
জনপদ এখন ধ্বংসস্তুপে
পরিণত হয়েছে এবং
কত কূপ পরিত্যক্ত
হয়েছে ও কত সুদৃঢ়
প্রাসাদ ধ্বংস
হয়েছে।
[22:46]
তারা
কি এই উদ্দেশ্যে
দেশ ভ্রমণ করেনি, যাতে তারা সমঝদার
হৃদয় ও শ্রবণ শক্তি
সম্পন্ন কর্ণের
অধিকারী হতে পারে? বস্তুতঃ
চক্ষু তো অন্ধ হয়
না, কিন্তু
বক্ষ স্থিত অন্তরই
অন্ধ হয়।