[22:47]
তারা
আপনাকে আযাব ত্বরান্বিত
করতে বলে। অথচ আল্লাহ কখনও তাঁর
ওয়াদা ভঙ্গ করেন
না।
আপনার
পালনকর্তার কাছে
একদিন তোমাদের
গণনার এক হাজার
বছরের সমান।
[22:48]
এবং আমি
কত জনপদকে অবকাশ
দিয়েছি এমতাবস্থায়
যে, তারা গোনাহগার
ছিল। এরপর
তাদেরকে পাকড়াও
করেছি এবং আমার
কাছেই প্রত্যাবর্তন
করতে হবে।
[22:49]
বলুনঃ
হে লোক সকল! আমি
তো তোমাদের জন্যে
স্পষ্ট ভাষায়
সতর্ককারী।
[22:50]
সুতরাং
যারা বিশ্বাস স্থাপন
করেছে এবং সৎকর্ম
করেছে, তাদের জন্যে আছে
পাপ মার্জনা এবং
সম্মানজনক রুযী।
[22:51]
এবং যারা
আমার আয়াতসমূহকে
ব্যর্থ করার জন্যে
চেষ্টা করে, তারাই
দোযখের অধিবাসী।
[22:52]
আমি আপনার
পূর্বে যে সমস্ত
রাসূল ও নবী প্রেরণ
করেছি, তারা যখনই কিছু
কল্পনা করেছে, তখনই শয়তান
তাদের কল্পনায়
কিছু মিশ্রণ করে
দিয়েছে। অতঃপর
আল্লাহ দূর করে
দেন শয়তান যা মিশ্রণ
করে। এরপর
আল্লাহ তাঁর আয়াতসমূহকে সু-প্রতিষ্ঠিত
করেন এবং আল্লাহ
জ্ঞানময়, প্রজ্ঞাময়।
[22:53]
এ কারণে
যে, শয়তান
যা মিশ্রণ করে, তিনি তা পরীক্ষাস্বরূপ
করে দেন, তাদের জন্যে, যাদের
অন্তরে রোগ আছে
এবং যারা পাষাণহৃদয়। গোনাহগাররা
দূরবর্তী বিরোধিতায়
লিপ্ত আছে।
[22:54]
এবং এ
কারণেও যে, যাদেরকে
জ্ঞানদান করা হয়েছে; তারা যেন জানে
যে এটা আপনার পালনকর্তার
পক্ষ থেকে সত্য; অতঃপর
তারা যেন এতে বিশ্বাস স্তাপন
করে এবং তাদের
অন্তর যেন এর প্রতি
বিজয়ী হয়। আল্লাহই
বিশ্বাস স্থাপনকারীকে
সরল পথ প্রদর্শন
করেন।
[22:55]
কাফেররা
সর্বদাই সন্দেহ
পোষন করবে যে
পর্যন্ত না তাদের
কাছে আকস্মিকভাবে
কেয়ামত এসে পড়ে
অথবা এসে পড়ে তাদের
কাছে এমন দিবসের শাস্তি
যা থেকে রক্ষার
উপায় নেই।