[23:28]
যখন তুমি
ও তোমার সঙ্গীরা
নৌকায় আরোহণ
করবে, তখন বলঃ আল্লাহর
শোকর, যিনি আমাদেরকে
জালেম সম্প্রদায়ের
কবল থেকে উদ্ধার
করেছেন।
[23:29]
আরও বলঃ
পালনকর্তা, আমাকে
কল্যাণকর ভাবে
নামিয়ে দাও, তুমি শ্রেষ্ঠ
অবতারণকারী।
[23:30]
এতে নিদর্শনাবলী
রয়েছে এবং আমি
পরীক্ষাকারী।
[23:31]
অতঃপর
অন্য এক সম্প্রদায়
আমি তার স্থলাভিষিক্ত করেছিলাম।
[23:32]
এবং তাদেরই
একজনকে তাদের মধ্যে
রসূলরূপে প্রেরণ করেছিলাম
এই বলে যে, তোমরা
আল্লাহর বন্দেগী
কর।
তিনি
ব্যতীত তোমাদের
অন্য কোন মাবুদ
নেই। তবুও
কি তোমরা ভয় করবে
না?
[23:33]
তাঁর
সম্প্রদায়ের প্রধানরা
যারা কাফের ছিল, পরকালের সাক্ষাতকে
মিথ্যা বলত এবং
যাদেরকে আমি পার্থিব
জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম, তারা বললঃ
এতো আমাদের মতই
একজন মানুষ বৈ
নয়।
তোমরা
যা খাও, সেও তাই খায় এবং
তোমরা যা পান
কর, সেও তাই
পান করে।
[23:34]
যদি তোমরা
তোমাদের মতই একজন
মানুষের আনুগত্য
কর, তবে তোমরা
নিশ্চিতরূপেই
ক্ষতিগ্রস্ত হবে।
[23:35]
সে কি
তোমাদেরকে এই
ওয়াদা দেয় যে, তোমরা
মারা গেলে এবং মৃত্তিকা
ও অস্থিতে পরিণত
হলে তোমাদেরকে
পুনরুজ্জীবিত
করা হবে?
[23:36]
তোমাদেরকে
যে ওয়াদা দেয়া
হচ্ছে, তা কোথায় হতে
পারে?
[23:37]
আমাদের
পার্থিবজীবনই
একমাত্র জীবন। আমরা মরি
ও বাঁচি এখানেই
এবং আমারা পুনরুত্থিত
হবো না।
[23:38]
সে তো
এমন ব্যক্তি বৈ
নয়, যে আল্লাহ
সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন
করেছে এবং আমরা
তাকে বিশ্বাস করি
না।
[23:39]
তিনি
বললেনঃ হে আমার
পালনকর্তা, আমাকে
সাহায্য কর, কারণ তারা
আমাকে মিথ্যাবাদী
বলছে।
[23:40]
আল্লাহ
বললেনঃ কিছু দিনের
মধ্যে তারা সকাল
বেলা অনুতপ্ত হবে।
[23:41]
অতঃপর
সত্য সত্যই এক
ভয়ংকর শব্দ তাদেরকে
হতচকিত করল এবং আমি
তাদেরকে বাত্যা-তাড়িত
আবর্জনা সদৃশ করে
দিলাম। অতঃপর ধ্বংস
হোক পাপী সম্প্রদায়।
[23:42]
এরপর
তাদের পরে আমি
বহু সম্প্রদায়
সৃষ্টি করেছি।