[23:75]
যদি আমি
তাদের প্রতি দয়া
করি এবং তাদের
কষ্ট দূর করে দেই, তবুও তারা
তাদের অবাধ্যতায়
দিশেহারা হয়ে লেগে
থাকবে।
[23:76]
আমি তাদেরকে
শাস্তি দ্বারা
পাকড়াও করেছিলাম, কিন্তু তারা তাদের
পালনকর্তার সামনে
নত হল না এবং কাকুতি-মিনুতিও
করল না।
[23:77]
অবশেষে
যখন আমি তাদের
জন্য কঠিন শাস্তির
দ্বার খুলে দেব, তখন তাতে
তাদের আশা ভঙ্গ
হবে।
[23:78]
তিনি
তোমাদের কান, চোখ ও
অন্তঃকরণ সৃষ্টি
করেছেন; তোমরা খুবই অল্প
কৃতজ্ঞতা স্বীকার
করে থাক।
[23:79]
তিনিই
তোমাদেরকে পৃথিবীতে
ছড়িয়ে রেখেছেন
এবং তারই দিকে তোমাদেরকে
সমবেত করা হবে।
[23:80]
তিনিই
প্রাণ দান করেন
এবং মৃত্যু ঘটান
এবং দিবা-রাত্রির
বিবর্তন তাঁরই
কাজ, তবু ও
কি তোমরা বুঝবে
না?
[23:81]
বরং তারা
বলে যেমন তাদের
পূর্ববর্তীরা
বলত।
[23:82]
তারা
বলেঃ যখন আমরা
মরে যাব এবং মৃত্তিকা
ও অস্থিতে পরিণত
হব, তখনও কি
আমরা পুনরুত্থিত
হব ?
[23:83]
অতীতে
আমাদেরকে এবং আমাদের
পিতৃপুরুষদেরকে
এই ওয়াদাই দেয়া হয়েছে। এটা তো
পূর্ববতীদের কল্প-কথা
বৈ কিছুই নয়।
[23:84]
বলুন
পৃথিবী এবং পৃথিবীতে
যারা আছে, তারা কার? যদি তোমরা
জান, তবে বল।
[23:85]
এখন তারা
বলবেঃ সবই আল্লাহর। বলুন, তবুও কি
তোমরা চিন্তা
কর না?
[23:86]
বলুনঃ
সপ্তাকাশ ও মহা-আরশের
মালিক কে?
[23:87]
এখন তারা
বলবেঃ আল্লাহ। বলুন, তবুও কি
তোমরা ভয় করবে না?
[23:88]
বলুনঃ
তোমাদের জানা
থাকলে বল, কার হাতে
সব বস্তুর কতৃর্êত্ব, যিনি রক্ষা
করেন এবং যার কবল
থেকে কেউ রক্ষা
করতে পারে না ?
[23:89]
এখন তারা
বলবেঃ আল্লাহর। বলুনঃ
তাহলে কোথা থেকে তোমাদেরকে
জাদু করা হচ্ছে?