[23:90]

কিছুই নয়, আমি তাদের কাছে সত্য পৌঁছিয়েছি, আর তারা তো মিথ্যাবাদী

[23:91]

আল্লাহ কোন সন্তান গ্রহণ করেননি এবং তাঁর সাথে কোন মাবুদ নেইথাকলে প্রত্যেক মাবুদ নিজ নিজ সৃষ্টি নিয়ে চলে যেত এবং একজন অন্যজনের উপর প্রবল হয়ে যেততারা যা বলে, তা থেকে আল্লাহ পবিত্র

[23:92]

তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানীতারা শরীক করে, তিনি তা থেকে উর্ধ্বে

[23:93]

বলুনঃ হে আমার পালনকর্তা! যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হয়েছে তা যদি আমাকে দেখান,

[23:94]

হে আমার পালনকর্তা! তবে আপনি আমাকে গোনাহগার সম্প্রদায়ের অন্তর্ভূক্ত করবেন না

[23:95]

আমি তাদেরকে যে বিষয়ের ওয়াদা দিয়েছি, তা আপনাকে দেখাতে অবশ্যই সক্ষম

[23:96]

মন্দের জওয়াবে তাই বলুন, যা উত্তমতারা যা বলে, আমি সে বিষয়ে সবিশেষ অবগত

[23:97]

বলুনঃ হে আমার পালনকর্তা! আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি,

[23:98]

এবং হে আমার পালনকর্তা! আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি

[23:99]

যখন তাদের কারও কাছে মৃত্যু আসে, তখন সে বলেঃ হে আমার পালণকর্তা! আমাকে পুনরায় (দুনিয়াতে ) প্রেরণ করুন

[23:100]

যাতে আমি সৎকর্ম করতে পারি, যা আমি করিনিকখনই নয়, তো তার একটি কথার কথা মাত্রতাদের সামনে পর্দা আছে পুনরুত্থান দিবস পর্যন্ত

[23:101]

অতঃপর যখন শিংগায় ফুৎকার দেয়া হবে, সেদিন তাদের পারস্পরিক আত্নীয়তার বন্ধন থাকবে না এবং একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে না

[23:102]

যাদের পাল্লা ভারী হবে, তারাই হবে সফলকাম,

[23:103]

এবং যাদের পাল্লা হাল্কা হবে তারাই নিজেদের ক্ষতিসাধন করেছে, তারা দোযখেই চিরকাল বসবাস করবে

[23:104]

আগুন তাদের মুখমন্ডল দগ্ধ করবে এবং তারা তাতে বীভৎস আকার ধারন করবে