[23:105]
তোমাদের
সামনে কি আমার
আয়াত সমূহ পঠিত
হত না? তোমরা তো সেগুলোকে
মিথ্যা বলতে।
[23:106]
তারা
বলবেঃ হে আমাদের
পালনকর্তা, আমরা দূর্ভাগ্যের হাতে পরাভূত
ছিলাম এবং আমরা
ছিলাম বিভ্রান্ত
জাতি।
[23:107]
হে আমাদের
পালনকর্তা! এ থেকে
আমাদেরকে উদ্ধার
কর; আমরা যদি
পুনরায় তা করি, তবে আমরা
গোনাহগার হব।
[23:108]
আল্লাহ
বলবেনঃ তোমরা
ধিকৃত অবস্থায়
এখানেই পড়ে থাক এবং আমার
সাথে কোন কথা
বলো না।
[23:109]
আমার
বান্দাদের একদলে
বলতঃ হে আমাদের
পালনকর্তা! আমরা বিশ্বাস
স্থাপন করেছি। অতএব তুমি
আমাদেরকে ক্ষমা
কর ও আমাদের প্রতি
রহম কর। তুমি তো দয়ালুদের
মধ্যে শ্রেষ্ঠ
দয়ালু।
[23:110]
অতঃপর
তোমরা তাদেরকে
ঠাট্টার পাত্ররূপে
গ্রহণ করতে। এমনকি, তা তোমাদেরকে
আমার স্মরণ ভুলিয়ে
দিয়েছিল এবং তোমরা
তাদেরকে দেখে পরিহাস করতে।
[23:111]
আজ আমি
তাদেরকে তাদের
সবরের কারণে এমন
প্রতিদান দিয়েছি
যে, তারাই
সফলকাম।
[23:112]
আল্লাহ
বলবেনঃ তোমরা
পৃথিবীতে কতদিন
অবস্থান করলে বছরের
গণনায়?
[23:113]
তারা
বলবে, আমরা
একদিন অথবা দিনের
কিছু অংশ অবস্থান করেছি। অতএব আপনি
গণনাকারীদেরকে
জিজ্ঞেস করুন।
[23:114]
আল্লাহ
বলবেনঃ তোমরা
তাতে অল্পদিনই
অবস্থান করেছ, যদি তোমরা
জানতে?
[23:115]
তোমরা
কি ধারণা কর যে, আমি তোমাদেরকে
অনর্থক সৃষ্টি করেছি
এবং তোমরা আমার
কাছে ফিরে আসবে
না?
[23:116]
অতএব
শীর্ষ মহিমায় আল্লাহ, তিনি সত্যিকার
মালিক, তিনি ব্যতীত কোন
মাবুদ নেই। তিনি সম্মানিত
আরশের মালিক।
[23:117]
যে কেউ
আল্লাহর সাথে অন্য
উপাস্যকে ডাকে, তার কাছে যার সনদ
নেই, তার হিসাব
তার পালণকর্তার
কাছে আছে। নিশ্চয়
কাফেররা সফলকাম
হবে না।
[23:118]
বলূনঃ
হে আমার পালনকর্তা, ক্ষমা
করুন ও রহম করুন। রহমকারীদের
মধ্যে আপনি শ্রেষ্ট
রহমকারী।