An-Nûr
শুরু করছি
আল্লাহর নামে যিনি
পরম করুণাময়, অতি দয়ালু।
[24:1]
এটা একটা
সূরা যা আমি নাযিল
করেছি, এবং দায়িত্বে অপরিহার্য
করেছি। এতে আমি সুস্পষ্ট
আয়াতসমূহ অবতীর্ণ
করেছি, যাতে তোমরা স্মরণ রাখ।
[24:2]
ব্যভিচারিণী
নারী ব্যভিচারী
পুরুষ; তাদের প্রত্যেককে একশ’ করে বেত্রাঘাত
কর।
আল্লাহর
বিধান কার্যকর
কারণে তাদের প্রতি
যেন তোমাদের মনে দয়ার
উদ্রেক না হয়, যদি তোমরা
আল্লাহর প্রতি
ও পরকালের প্রতি
বিশ্বাসী হয়ে থাক। মুসলমানদের
একটি দল যেন তাদের
শাস্তি প্রত্যক্ষ
করে।
[24:3]
ব্যভিচারী
পুরুষ কেবল ব্যভিচারিণী
নারী অথবা মুশরিকা নারীকেই
বিয়ে করে এবং ব্যভিচারিণীকে
কেবল ব্যভিচারী
অথবা মুশরিক পুরুষই
বিয়ে করে এবং এদেরকে
মুমিনদের জন্যে
হারাম করা হয়েছে।
[24:4]
যারা
সতী-সাধ্বী নারীর
প্রতি অপবাদ আরোপ
করে অতঃপর স্বপক্ষে
চার জন পুরুষ সাক্ষী
উপস্থিত করে না, তাদেরকে
আশিটি বেত্রাঘাত
করবে এবং কখনও তাদের
সাক্ষ্য কবুল করবে
না।
এরাই
না’ফারমান।
[24:5]
কিন্তু
যারা এরপর তওবা
করে এবং সংশোধিত
হয়, আল্লাহ ক্ষমাশীল, পরম মেহেরবান।
[24:6]
এবং যারা
তাদের স্ত্রীদের
প্রতি অপবাদ আরোপ
করে এবং তারা নিজেরা
ছাড়া তাদের কোন
সাক্ষী নেই, এরূপ ব্যক্তির
সাক্ষ্য এভাবে
হবে যে, সে আল্লাহর কসম
খেয়ে চারবার সাক্ষ্য
দেবে যে, সে অবশ্যই সত্যবাদী।
[24:7]
এবং পঞ্চমবার
বলবে যে, যদি সে মিথ্যাবাদী
হয় তবে তার উপর আল্লাহর
লানত।
[24:8]
এবং স্ত্রীর
শাস্তি রহিত হয়ে
যাবে যদি সে আল্লাহর
কসম খেয়ে চার বার
সাক্ষ্য দেয় যে, তার স্বামী
অবশ্যই মিথ্যাবাদী;
[24:9]
এবং পঞ্চমবার
বলে যে, যদি তার স্বামী
সত্যবাদী হয় তবে তার ওপর
আল্লাহর গযব নেমে
আসবে।
[24:10]
তোমাদের
প্রতি আল্লাহর
অনুগ্রহ ও দয়া
না থাকলে এবং আল্লাহ
তওবা কবুল কারী, প্রজ্ঞাময়
না হলে কত কিছুই
যে হয়ে যেত।