[24:21]
হে ঈমানদারগণ, তোমরা
শয়তানের পদাঙ্ক
অনুসরণ করো না। যে কেউ
শয়তানের পদাঙ্ক
অনুসরণ করবে, তখন তো
শয়তান নির্লজ্জতা
ও মন্দ কাজেরই আদেশ করবে। যদি আল্লাহর
অনুগ্রহ ও দয়া
তোমাদের প্রতি
না থাকত, তবে তোমাদের
কেউ কখনও পবিত্র
হতে পারতে না। কিন্তু
আল্লাহ যাকে ইচ্ছা
পবিত্র করেন। আল্লাহ
সবকিছু শোনেন, জানেন।
[24:22]
তোমাদের
মধ্যে যারা উচ্চমর্যাদা
ও আর্থিক প্রাচুর্যের
অধিকারী, তারা যেন কসম
না খায় যে, তারা আত্নীয়-স্বজনকে, অভাবগ্রস্তকে
এবং আল্লাহর পথে
হিজরতকারীদেরকে
কিছুই দেবে না। তাদের
ক্ষমা করা উচিত এবং
দোষক্রটি উপেক্ষা
করা উচিত। তোমরা
কি কামনা কর না
যে, আল্লাহ
তোমাদেরকে ক্ষমা
করেন? আল্লাহ
ক্ষমাশীল, পরম করুণাময়।
[24:23]
যারা
সতী-সাধ্বী, নিরীহ
ঈমানদার নারীদের
প্রতি অপবাদ আরোপ
করে, তারা ইহকালে
ও পরকালে ধিকৃত
এবং তাদের জন্যে
রয়েছে গুরুতর শাস্তি।
[24:24]
যেদিন
প্রকাশ করে দেবে
তাদের জিহবা, তাদের
হাত ও তাদের পা, যা কিছু
তারা করত;
[24:25]
সেদিন
আল্লাহ তাদের সমুচিত
শাস্তি পুরোপুরি
দেবেন এবং তারা জানতে
পারবে যে, অল্লাহই
সত্য, স্পষ্ট
ব্যক্তকারী।
[24:26]
দুশ্চরিত্রা
নারীকূল দুশ্চরিত্র
পুরুষকুলের জন্যে
এবং দুশ্চরিত্র
পুরুষকুল দুশ্চরিত্রা
নারীকুলের জন্যে। সচ্চরিত্রা
নারীকুল সচ্চরিত্র পুরুষকুলের
জন্যে এবং সচ্চরিত্র
পুরুষকুল সচ্চরিত্রা
নারীকুলের জন্যে। তাদের সম্পর্কে
লোকে যা বলে, তার সাথে
তারা সম্পর্কহীন। তাদের
জন্যে আছে ক্ষমা
ও সম্মানজনক জীবিকা।
[24:27]
হে মুমিনগণ, তোমরা
নিজেদের গৃহ ব্যতীত
অন্য গৃহে প্রবেশ
করো না, যে পর্যন্ত আলাপ-পরিচয়
না কর এবং গৃহবাসীদেরকে
সালাম না কর। এটাই তোমাদের
জন্যে উত্তম, যাতে তোমরা
স্মরণ রাখ।