[24:44]
আল্লাহ
দিন ও রাত্রির
পরিবর্তন ঘটান। এতে অর্ন্তদৃষ্টি-সম্পন্নগণের
জন্যে চিন্তার
উপকরণ রয়েছে।
[24:45]
আল্লাহ
প্রত্যেক চলন্ত
জীবকে পানি দ্বারা
সৃষ্টি করেছেন। তাদের
কতক বুকে ভয় দিয়ে
চলে, কতক দুই
পায়ে ভর দিয়ে চলে
এবং কতক চার পায়ে ভর দিয়ে
চলে; আল্লাহ
যা ইচ্ছা সৃষ্টি
করেন। নিশ্চয়ই আল্লাহ
সবকিছু করতে সক্ষম।
[24:46]
আমি তো
সুস্পষ্ট আয়াত
সমূহ অবর্তীর্ণ
করেছি। আল্লাহ যাকে ইচ্ছা
সরল পথে পরিচালনা
করেন।
[24:47]
তারা
বলেঃ আমরা আল্লাহ
ও রসূলের প্রতি
বিশ্বাস স্থাপন করেছি
এবং আনুগত্য করি; কিন্তু
অতঃপর তাদের একদল
মুখ ফিরিয়ে নেয়
এবং তারা বিশ্বাসী
নয়।
[24:48]
তাদের
মধ্যে ফয়সালা করার
জন্য যখন তাদেরকে
আল্লাহ ও রসূলের
দিকে আহবান করা
হয তখন তাদের একদল
মুখ ফিরিয়ে নেয়।
[24:49]
সত্য
তাদের স্বপক্ষে
হলে তারা বিনীতভাবে
রসূলের কাছে ছুটে আসে।
[24:50]
তাদের
অন্তরে কি রোগ
আছে, না তারা
ধোঁকায় পড়ে আছে; না তারা
ভয় করে যে, আল্লাহ
ও তাঁর রাসূল তাদের
প্রতি অবিচার করবেন? বরং তারাই তো অবিচারকারী
?
[24:51]
মুমিনদের
বক্তব্য কেবল এ
কথাই যখন তাদের
মধ্যে ফয়সালা করার জন্যে
আল্লাহ ও তাঁর
রসূলের দিকে তাদেরকে
আহবান করা হয়, তখন তারা
বলেঃ আমরা শুনলাম
ও আদেশ মান্য করলাম। তারাই
সফলকাম।
[24:52]
যারা
আল্লাহ ও তাঁর
রসূলের আনুগত্য
করে আল্লাহকে ভয় করে ও
তাঁর শাস্তি থেকে
বেঁচে থাকে তারাই
কৃতকার্য।
[24:53]
তারা
দৃঢ়ভাবে আল্লাহর
কসম খেয়ে বলে যে, আপনি তাদেরকে আদেশ করলে
তারা সবকিছু ছেড়ে
বের হবেই। বলুনঃ
তোমরা কসম খেয়ো
না।
নিয়মানুযায়ী তোমাদের
আনুগত্য, তোমরা যা
কিছু কর নিশ্চয়
আল্লাহ সে বিষয়ে
জ্ঞাত।