[24:54]

বলুনঃ আল্লাহর আনুগত্য কর এবং রসূলের আনুগত্য কর অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে তার উপর ন্যস্ত দায়িত্বের জন্যে সে দায়ী এবং তোমাদের উপর ন্যস্ত দায়িত্বের জন্যে তোমরা দায়ীতোমরা যদি তাঁর আনুগত্য কর, তবে সৎ পথ পাবেরসূলের দায়িত্ব তো কেবল সুস্পষ্টরূপে পৌছে দেয়া

[24:55]

তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন যে, তাদেরকে অবশ্যই পৃথিবীতে শাসনকর্তৃত্ব দান করবেনযেমন তিনি শাসনকতৃêত্ব দান করেছেন তাদের পূর্ববতীদেরকে এবং তিনি অবশ্যই সুদৃঢ় করবেন তাদের ধর্মকে, যা তিনি তাদের জন্যে পছন্দ করেছেন এবং তাদের ভয়-ভীতির পরিবর্তে অবশ্যই তাদেরকে শান্তি দান করবেনতারা আমার এবাদত করবে এবং আমার সাথে কাউকে শরীক করবে নাএরপর যারা অকৃতজ্ঞ হবে, তারাই অবাধ্য

[24:56]

নামায কায়েম কর, যাকাত প্রদান কর এবং রসূলের আনুগত্য কর যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও

[24:57]

তোমরা কাফেরদেরকে পৃথিবীতে পরাক্রমশালী মনে করো না তাদের ঠিকানা অগ্নিকতই না নিকৃষ্ট এই প্রত্যাবর্তনস্থল

[24:58]

হে মুমিনগণ! তোমাদের দাসদাসীরা এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্ত বয়স্ক হয়নি তারা যেন তিন সময়ে তোমাদের কাছে অনুমতি গ্রহণ করে, ফজরের নামাযের পূর্বে, দুপুরে যখন তোমরা বস্ত্র খুলে রাখ এবং এশার নামাযের পর এই তিন সময় তোমাদের দেহ খোলার সময়এ সময়ের পর তোমাদের ও তাদের জন্যে কোন দোষ নেইতোমাদের একে অপরের কাছে তো যাতায়াত করতেই হয়, এমনি ভাবে আল্লাহ তোমাদের কাছে সুস্পষ্ট আয়াতসমূহ বিবৃত করেনআল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়