[25:12]
অগ্নি
যখন দূর থেকে তাদেরকে
দেখবে, তখন তারা শুনতে পাবে তার
গর্জন ও হুঙ্কার।
[25:13]
যখন এক
শিকলে কয়েকজন বাঁধা
অবস্থায় জাহান্নামের
কোন সংকীর্ণ স্থানে
নিক্ষেপ করা হবে, তখন সেখানে
তারা মৃত্যুকে
ডাকবে।
[25:14]
বলা হবে, আজ তোমরা
এক মৃত্যুকে ডেকো
না অনেক মৃত্যুকে
ডাক।
[25:15]
বলুন
এটা উত্তম, না চিরকাল
বসবাসের জান্নাত, যার সুসংবাদ
দেয়া হয়েছে মুত্তাকীদেরকে? সেটা হবে
তাদের প্রতিদান
ও প্রত্যাবর্তন স্থান।
[25:16]
তারা
চিরকাল বসবাসরত
অবস্থায় সেখানে
যা চাইবে, তাই পাবে। এই প্রার্থিত
ওয়াদা পূরণ আপনার
পালনকর্তার দায়িত্ব।
[25:17]
সেদিন
আল্লাহ একত্রিত
করবেন তাদেরকে
এবং তারা আল্লাহর পরিবর্তে
যাদের এবাদত করত
তাদেরকে, সেদিন তিনি
উপাস্যদেরকে বলবেন, তোমরাই
কি আমার এই বান্দাদেরকে
পথভ্রান্ত করেছিলে, না তারা
নিজেরাই পথভ্রান্ত
হয়েছিল?
[25:18]
তারা
বলবে-আপনি পবিত্র, আমরা আপনার
পরিবর্তে অন্যকে মুরুব্বীরূপে
গ্রহণ করতে পারতাম
না; কিন্তু
আপনিই তো তাদেরকে
এবং তাদের পিতৃপুরুষদেরকে
ভোগসম্ভার দিয়েছিলেন, ফলে তারা
আপনার স্মৃতি বিস্মৃত
হয়েছিল এবং তারা ছিল
ধ্বংসপ্রাপ্ত
জাতি।
[25:19]
আল্লাহ
মুশরিকদেরকে বলবেন, তোমাদের
কথা তো তারা মিথ্যা
সাব্যস্ত করল, এখন তোমরা
শাস্তি প্রতিরোধ
করতে পারবে না
এবং সাহায্যও করতে পারবে
না।
তোমাদের
মধ্যে যে গোনাহগার
আমি তাকে গুরুতর
শাস্তি আস্বাদন করাব।
[25:20]
আপনার
পূর্বে যত রসূল
প্রেরণ করেছি, তারা সবাই
খাদ্য গ্রহণ করত
এবং হাটে-বাজারে
চলাফেরা করত। আমি তোমাদের
এককে অপরের জন্যে পরীক্ষাস্বরূপ
করেছি। দেখি, তোমরা
সবর কর কিনা। আপনার
পালনকর্তা সব কিছু
দেখেন।