[25:21]
যারা
আমার সাক্ষাৎ
আশা করে না, তারা বলে, আমাদের
কাছে ফেরেশতা অবতীর্ণ
করা হল না কেন? অথবা আমরা
আমাদের পালনকর্তাকে
দেখি না কেন? তারা নিজেদের
অন্তরে অহংকার
পোষণ করে এবং
গুরুতর অবাধ্যতায়
মেতে উঠেছে।
[25:22]
যেদিন
তারা ফেরেশতাদেরকে
দেখবে, সেদিন অপরাধীদের জন্যে
কোন সুসংবাদ থাকবে
না এবং তারা বলবে, কোন বাধা
যদি তা আটকে রাখত।
[25:23]
আমি তাদের
কৃতকর্মের প্রতি
মনোনিবেশ করব, অতঃপর সেগুলোকে
বিক্ষিপ্ত ধুলিকণারূপে
করে দেব।
[25:24]
সেদিন
জান্নাতীদের বাসস্থান
হবে উত্তম এবং বিশ্রামস্থল
হবে মনোরম।
[25:25]
সেদিন
আকাশ মেঘমালাসহ
বিদীর্ণ হবে এবং
সেদিন ফেরেশতাদের
নামিয়ে দেয়া হবে,
[25:26]
সেদিন
সত্যিকার রাজত্ব
হবে দয়াময় আল্লাহর
এবং কাফেরদের পক্ষে
দিনটি হবে কঠিন।
[25:27]
জালেম
সেদিন আপন হস্তদ্বয়
দংশন করতে করতে
বলবে, হায় আফসোস!
আমি যদি রসূলের
সাথে পথ অবলম্বন
করতাম।
[25:28]
হায় আমার
দূর্ভাগ্য, আমি যদি
অমুককে বন্ধুরূপে
গ্রহণ না করতাম।
[25:29]
আমার
কাছে উপদেশ আসার
পর সে আমাকে তা
থেকে বিভ্রান্ত করেছিল। শয়তান
মানুষকে বিপদকালে
ধোঁকা দেয়।
[25:30]
রসূল
বললেনঃ হে আমার
পালনকর্তা, আমার সম্প্রদায়
এই কোরআনকে প্রলাপ
সাব্যস্ত করেছে।
[25:31]
এমনিভাবে
প্রত্যেক নবীর
জন্যে আমি অপরাধীদের
মধ্য থেকে শত্রু
করেছি। আপনার জন্যে
আপনার পালনকর্তা
পথপ্রদর্শক ও সাহায্যকারীরূপে যথেষ্ট।
[25:32]
সত্য
প্রত্যাখানকারীরা
বলে, তাঁর প্রতি
সমগ্র কোরআন একদফায়
অবতীর্ণ হল না
কেন? আমি এমনিভাবে
অবতীর্ণ করেছি
এবং ক্রমে ক্রমে
আবৃত্তি করেছি
আপনার অন্তকরণকে
মজবুত করার জন্যে।