[25:33]
তারা
আপনার কাছে কোন
সমস্যা উপস্থাপিত
করলেই আমি আপনাকে
তার সঠিক জওয়াব
ও সুন্দর ব্যাখ্যা
দান করি।
[25:34]
যাদেরকে
মুখ থুবড়ে পড়ে
থাকা অবস্থায় জাহান্নামের
দিকে একত্রিত করা
হবে, তাদেরই
স্থান হবে নিকৃষ্ট
এবং তারাই পথভ্রষ্ট।
[25:35]
আমি তো
মূসাকে কিতাব দিয়েছি
এবং তাঁর সাথে
তাঁর ভ্রাতা হারুনকে
সাহায্যকারী করেছি।
[25:36]
অতঃপর
আমি বলেছি, তোমরা
সেই সম্প্রদায়ের
কাছে যাও, যারা আমার
আয়াতসমূহকে মিথ্যা
অভিহিত করেছে। অতঃপর
আমি তাদেরকে সমূলে
ধ্বংস করে দিয়েছি।
[25:37]
নূহের
সম্প্রদায় যখন
রসূলগণের প্রতি
মিথ্যারোপ করল, তখন আমি
তাদেরকে নিমজ্জত
করলাম এবং তাদেরকে
মানবমন্ডলীর জন্যে
নিদর্শন করে দিলাম। জালেমদের
জন্যে আমি যন্ত্রণাদায়ক
শাস্তি প্রস্তুত
করে রেখেছি।
[25:38]
আমি ধ্বংস
করেছি আদ, সামুদ, কপবাসী
এবং তাদের মধ্যবর্তী
অনেক সম্প্রদায়কে।
[25:39]
আমি প্রত্যেকের
জন্যেই দৃষ্টান্ত
বর্ণনা করেছি এবং প্রত্যেককেই
সম্পুর্ণরূপে
ধ্বংস করেছি।
[25:40]
তারা
তো সেই জনপদের
উপর দিয়েই যাতায়াত
করে, যার ওপর বর্ষিত
হয়েছে মন্দ বৃষ্টি। তবে কি
তারা তা প্রত্যক্ষ
করে না? বরং তারা পুনরুজ্জীবনের
আশঙ্কা করে না।
[25:41]
তারা
যখন আপনাকে দেখে, তখন আপনাকে
কেবল বিদ্রুপের পাত্ররূপে
গ্রহণ করে, বলে, এ-ই কি
সে যাকে আল্লাহ
‘রসূল’ করে প্রেরণ
করেছেন?
[25:42]
সে তো
আমাদেরকে আমাদের
উপাস্যগণের কাছ
থেকে সরিয়েই দিত, যদি আমরা
তাদেরকে আঁকড়ে
ধরে না থাকতাম। তারা যখন
শাস্তি প্রত্যক্ষ
করবে, তখন
জানতে পারবে কে
অধিক পথভ্রষ্ট।
[25:43]
আপনি
কি তাকে দেখেন
না, যে তারা
প্রবৃত্তিকে উপাস্যরূপে
গ্রহণ করে? তবুও কি
আপনি তার যিম্মাদার
হবেন?