[25:56]
আমি আপনাকে
সুসংবাদ ও সতর্ককারীরূপেই
প্রেরণ করেছি।
[25:57]
বলুন, আমি তোমাদের
কাছে এর কোন বিনিময়
চাই না, কিন্তু যে ইচ্ছা
করে, সে তার
পালনকর্তার পথ
অবলম্বন করুক।
[25:58]
আপনি
সেই চিরঞ্জীবের
উপর ভরসা করুন, যার মৃত্যু
নেই এবং তাঁর প্রশংসাসহ
পবিত্রতা ঘোষণা
করুন। তিনি বান্দার
গোনাহ সম্পর্কে
যথেষ্ট খবরদার।
[25:59]
তিনি
নভোমন্ডল, ভূমন্ডল
ও এতদুভয়ের অন্তর্বর্তী সবকিছু
ছয়দিনে সৃস্টি
করেছেন, অতঃপর আরশে সমাসীন
হয়েছেন। তিনি পরম
দয়াময়। তাঁর সম্পর্কে
যিনি অবগত, তাকে জিজ্ঞেস
কর।
[25:60]
তাদেরকে
যখন বলা হয়, দয়াময়কে সেজদা
কর, তখন তারা
বলে, দয়াময়
আবার কে? তুমি কাউকে
সেজদা করার আদেশ
করলেই কি আমরা
সেজদা করব? এতে তাদের
পলায়নপরতাই বৃদ্ধি
পায়। [ Sajdah ]
[25:61]
কল্যাণময়
তিনি, যিনি
নভোমন্ডলে রাশিচক্র
সৃষ্টি করেছেন
এবং তাতে রেখেছেন
সূর্য ও দীপ্তিময়
চন্দ্র।
[25:62]
যারা
অনুসন্ধানপ্রিয়
অথবা যারা কৃতজ্ঞতাপ্রিয়
তাদের জন্যে তিনি
রাত্রি ও দিবস
সৃষ্টি করেছেন
পরিবর্তনশীলরূপে।
[25:63]
রহমান-এর
বান্দা তারাই, যারা পৃথিবীতে
নম্রভাবে চলাফেরা
করে এবং তাদের
সাথে যখন মুর্খরা
কথা বলতে থাকে, তখন তারা
বলে, সালাম।
[25:64]
এবং যারা
রাত্রি যাপন করে
পালনকর্তার উদ্দেশ্যে সেজদাবনত
হয়ে ও দন্ডায়মান
হয়ে;
[25:65]
এবং যারা
বলে, হে আমার
পালনকর্তা, আমাদের
কাছথেকে জাহান্নামের
শাস্তি হটিয়ে দাও। নিশ্চয়
এর শাস্তি নিশ্চিত
বিনাশ;
[25:66]
বসবাস
ও অবস্থানস্থল
হিসেবে তা কত নিকৃষ্ট
জায়গা।
[25:67]
এবং তারা
যখন ব্যয় করে, তখন অযথা
ব্যয় করে না কৃপণতাও করে না
এবং তাদের পন্থা
হয় এতদুভয়ের মধ্যবর্তী।