[26:40]

যাতে আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি-যদি তারাই বিজয়ী হয়

[26:41]

যখন যাদুকররা আগমণ করল, তখন ফেরআউনকে বলল, যদি আমরা বিজয়ী হই, তবে আমরা পুরস্কার পাব তো?

[26:42]

ফেরাউন বলল, হঁ্যা এবং তখন তোমরা আমার নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হবে

[26:43]

মূসা (আঃ) তাদেরকে বললেন, নিক্ষেপ কর তোমরা যা নিক্ষেপ করবে

[26:44]

অতঃপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল এবং বলল, ফেরাউনের ইযযতের কসম, আমরাই বিজয়ী হব

[26:45]

অতঃপর মূসা তাঁর লাঠি নিক্ষেপ করল, হঠাৎ তা তাদের অলীক কীর্তিগুলোকে গ্রাস করতে লাগল

[26:46]

তখন জাদুকররা সেজদায় নত হয়ে গেল

[26:47]

তারা বলল, আমরা রাব্বুল আলামীনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম

[26:48]

যিনি মূসা ও হারুনের রব

[26:49]

ফেরাউন বলল, আমার অনুমতি দানের পূর্বেই তোমরা কি তাকে মেনে নিলে? নিশ্চয় সে তোমাদের প্রধান, যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে শীঘ্রই তোমরা পরিণাম জানতে পারবেআমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কর্তন করবএবং তোমাদের সবাইকে শূলে চড়াব

[26:50]

তারা বলল, কোন ক্ষতি নেইআমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব

[26:51]

আমরা আশা করি, আমাদের পালনকর্তা আমাদের ক্রটি-বিচ্যুতি মার্জনা করবেনকারণ, আমরা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অগ্রণী

[26:52]

আমি মূসাকে আদেশ করলাম যে, আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও, নিশ্চয় তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে

[26:53]

অতঃপর ফেরাউন শহরে শহরে সংগ্রাহকদেরকে প্রেরণ করল,

[26:54]

নিশ্চয় এরা (বনী-ইসরাঈলরা) ক্ষুদ্র একটি দল

[26:55]

এবং তারা আমাদের ক্রোধের উদ্রেক করেছে

[26:56]

এবং আমরা সবাই সদা শংকিত

[26:57]

অতঃপর আমি ফেরআউনের দলকে তাদের বাগ-বাগিচা ও ঝর্ণাসমূহ থেকে বহিষ্কার করলাম

[26:58]

এবং ধন-ভান্ডার ও মনোরম স্থানসমূহ থেকে

[26:59]

এরূপই হয়েছিল এবং বনী-ইসলাঈলকে করে দিলাম এসবের মালিক

[26:60]

অতঃপর সুর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাদ্ধাবন করল