এবং আমাকে নেয়ামত উদ্যানের অধিকারীদের অন্তর্ভূক্ত কর

[26:86]

এবং আমার পিতাকে ক্ষমা করসে তো পথভ্রষ্টদের অন্যতম

[26:87]

এবং পূনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করো না,

[26:88]

যে দিবসে ধন-সম্পদ ও সন্তান সন্ততি কোন উপকারে আসবে না;

[26:89]

কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে

[26:90]

জান্নাত আল্লাহভীরুদের নিকটবর্তী করা হবে

[26:91]

এবং বিপথগামীদের সামনে উম্মোচিত করা হবে জাহান্নাম

[26:92]

তাদেরকে বলা হবেঃ তারা কোথায়, তোমরা যাদের পূজা করতে

[26:93]

আল্লাহর পরিবর্তে? তারা কি তোমাদের সাহায্য করতে পারে, অথবা তারা প্রতিশোধ নিতে পারে?

[26:94]

অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে আধোমুখি করে নিক্ষেপ করা হবে জাহান্নামে

[26:95]

এবং ইবলীস বাহিনীর সকলকে

[26:96]

তারা তথায় কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে বলবেঃ

[26:97]

আল্লাহর কসম, আমরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম

[26:98]

যখন আমরা তোমাদেরকে বিশ্ব-পালনকর্তার সমতুল্য গন্য করতাম

[26:99]

আমাদেরকে দুষ্টকর্মীরাই গোমরাহ করেছিল

[26:100]

অতএব আমাদের কোন সুপারিশকারী নেই

[26:101]

এবং কোন সহৃদয় বন্ধু ও নেই

[26:102]

হায়, যদি কোনরুপে আমরা পৃথিবীতে প্রত্যাবর্তনের সুযোগ পেতাম, তবে আমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে যেতাম

[26:103]

নিশ্চয়, এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়

[26:104]

আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু

[26:105]

নূহের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যারোপ করেছে

[26:106]

যখন তাদের ভ্রাতা নূহ তাদেরকে বললেন, তোমাদের কি ভয় নেই?

[26:107]

আমি তোমাদের জন্য বিশ্বস্ত বার্তাবাহক

[26:108]

অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর

[26:109]

আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না, আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন

[26:110]

অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর

[26:111]

তারা বলল, আমরা কি তোমাকে মেনে নেব যখন তোমার অনুসরণ করছে ইতরজনেরা?