[26:112]

নূহ বললেন, তারা কি কাজ করছে, তা জানা আমার কি দরকার?

[26:113]

তাদের হিসাব নেয়া আমার পালনকর্তারই কাজ; যদি তোমরা বুঝতে!

[26:114]

আমি মুমিনগণকে তাড়িয়ে দেয়ার লোক নই

[26:115]

আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী

[26:116]

তারা বলল, হে নূহ যদি তুমি বিরত না হও, তবে তুমি নিশ্চিতই প্রস্তরাঘাতে নিহত হবে

[26:117]

নূহ বললেন, হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় তো আমাকে মিথ্যাবাদী বলছে

[26:118]

অতএব, আমার ও তাদের মধ্যে কোন ফয়সালা করে দিন এবং আমাকে ও আমার সংগী মুমিনগণকে রক্ষা করুন

[26:119]

অতঃপর আমি তাঁকে ও তাঁর সঙ্গিগণকে বোঝাই করা নৌকায় রক্ষা করলাম

[26:120]

এরপর অবশিষ্ট সবাইকে নিমজ্জত করলাম

[26:121]

নিশ্চয় এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়

[26:122]

নিশ্চয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু

[26:123]

আদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে

[26:124]

তখন তাদের ভাই হুদ তাদেরকে বললেনঃ তোমাদের কি ভয় নেই?

[26:125]

আমি তোমাদের বিশ্বস্ত রসূল

[26:126]

অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর

[26:127]

আমি তোমাদের কাছে এর জন্যে প্রতিদান চাই নাআমার প্রতিদান তো পালনকর্তা দেবেন

[26:128]

তোমরা কি প্রতিটি উচ্চস্থানে অযথা নিদর্শন নির্মান করছ?

[26:129]

এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছ, যেন তোমরা চিরকাল থাকবে?

[26:130]

যখন তোমরা আঘাত হান, তখন জালেম ও নিষ্ঠুরের মত আঘাত হান

[26:131]

অতএব, আল্লাহকে ভয় কর এবং আমার অনুগত্য কর

[26:132]

ভয় কর তাঁকে, যিনি তোমাদেরকে সেসব বস্তু দিয়েছেন, যা তোমরা জান

[26:133]

তোমাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু ও পুত্র-সন্তান,

[26:134]

এবং উদ্যান ও ঝরণা

[26:135]

আমি তোমাদের জন্যে মহাদিবসের শাস্তি আশংকা করি

[26:136]

তারা বলল, তুমি উপদেশ দাও অথবা উপদেশ নাই দাও, উভয়ই আমাদের জন্যে সমান