[27:14]
তারা
অন্যায় ও অহংকার
করে নিদর্শনাবলীকে
প্রত্যাখ্যান করল, যদিও তাদের
অন্তর এগুলো সত্য
বলে বিশ্বাস করেছিল। অতএব দেখুন, অনর্থকারীদের
পরিণাম কেমন হয়েছিল?
[27:15]
আমি অবশ্যই
দাউদ ও সুলায়মানকে
জ্ঞান দান করেছিলাম। তাঁরা
বলে ছিলেন, আল্লাহর
প্রশংসা, যিনি আমাদেরকে
তাঁর অনেক মুমিন
বান্দার উপর শ্রেষ্ঠত্ব
দান করেছেন।
[27:16]
সুলায়মান
দাউদের উত্তরাধিকারী
হয়েছিলেন। বলেছিলেন, ‘হে লোক
সকল, আমাকে
উড়ন্ত পক্ষীকূলের
ভাষা শিক্ষা দেয়া
হয়েছে এবং আমাকে
সব কিছু দেয়া হয়েছে। নিশ্চয়
এটা সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। ’
[27:17]
সুলায়মানের
সামনে তার সেনাবাহিনীকে
সমবেত করা হল। জ্বিন-মানুষ
ও পক্ষীকুলকে, অতঃপর
তাদেরকে বিভিন্ন
ব্যূহে বিভক্ত
করা হল।
[27:18]
যখন তারা
পিপীলিকা অধ্যূষিত
উপত্যকায় পৌঁছাল, তখন এক পিপীলিকা
বলল, হে পিপীলিকার
দল, তোমরা
তোমাদের গৃহে
প্রবেশ কর। অন্যথায় সুলায়মান
ও তার বাহিনী অজ্ঞাতসারে
তোমাদেরকে পিষ্ট
করে ফেলবে।
[27:19]
তার কথা
শুনে সুলায়মান
মুচকি হাসলেন এবং
বললেন, হে আমার পালনকর্তা, তুমি আমাকে
সামর্থ? দাও যাতে আমি তোমার
সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ
করতে পারি, যা তুমি
আমাকে ও আমার পিতা-মাতাকে
দান করেছ এবং যাতে
আমি তোমার পছন্দনীয়
সৎকর্ম করতে
পারি এবং আমাকে
নিজ অনুগ্রহে তোমার
সৎকর্মপরায়ন বান্দাদের
অন্তর্ভুক্ত কর।
[27:20]
সুলায়মান
পক্ষীদের খোঁজ
খবর নিলেন, অতঃপর
বললেন, কি হল, হুদহুদকে দেখছি
না কেন? নাকি সে অনুপস্থিত?
[27:21]
আমি অবশ্যই
তাকে কঠোর শাস্তি
দেব কিংবা হত্যা
করব অথবা সে উপস্থিত
করবে উপযুক্ত কারণ।
[27:22]
কিছুক্ষণ
পড়েই হুদ এসে বলল, আপনি যা
অবগত নন, আমি তা অবগত হয়েছি। আমি আপনার
কাছে সাবা থেকে
নিশ্চিত সংবাদ
নিয়ে আগমন করেছি।