[27:23]

আমি এক নারীকে সাবাবাসীদের উপর রাজত্ব করতে দেখেছি তাকে সবকিছুই দেয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে

[27:24]

আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করছেশয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলী সুশোভিত করে দিয়েছেঅতঃপর তাদেরকে সৎপথ থেকে নিবৃত্ত করেছেঅতএব তারা সৎপথ পায় না

[27:25]

তারা আল্লাহকে সেজদা করে না কেন, যিনি নভোমন্ডল ও ভুমন্ডলের গোপন বস্তু প্রকাশ করেন এবং জানেন যা তোমরা গোপন কর ও যা প্রকাশ কর

[27:26]

আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই; তিনি মহা আরশের মালিক। [ Sajdah ]

[27:27]

সুলায়মান বললেন, এখন আমি দেখব তুমি সত্য বলছ, না তুমি মিথ্যবাদী

[27:28]

তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের কাছে অর্পন করঅতঃপর তাদের কাছ থেকে সরে পড় এবং দেখ, তারা কি জওয়াব দেয়

[27:29]

বিলকীস বলল, হে পরিষদবর্গ, আমাকে একটি সম্মানিত পত্র দেয়া হয়েছে

[27:30]

সেই পত্র সুলায়মানের পক্ষ থেকে এবং তা এইঃ সসীম দাতা, পরম দয়ালু, আল্লাহর নামে শুরু;

[27:31]

আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করো না এবং বশ্যতা স্বীকার করে আমার কাছে উপস্থিত হও

[27:32]

বিলকীস বলল, হে পরিষদবর্গ, আমাকে আমার কাজে পরামর্শ দাওতোমাদের উপস্থিতি ব্যতিরেকে আমি কোন কাজে সিদ্ধান্ত গ্রহণ করি না

[27:33]

তারা বলল, আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধাএখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারইঅতএব আপনি ভেবে দেখুন, আমাদেরকে কি আদেশ করবেন

[27:34]

সে বলল, রাজা বাদশারা যখন কোন জনপদে প্রবেশ করে, তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গকে অপদস্থ করে তারাও এরূপই করবে

[27:35]

আমি তাঁর কাছে কিছু উপঢৌকন পাঠাচ্ছি; দেখি প্রেরিত লোকেরা কি জওয়াব আনে