[27:36]
অতঃপর
যখন দূত সুলায়মানের
কাছে আগমন করল, তখন সুলায়মান
বললেন, তোমরা কি ধনসম্পদ
দ্বারা আমাকে সাহায্য
করতে চাও? আল্লাহ
আমাকে যা দিয়েছেন, তা তোমাদেরকে
প্রদত্ত বস্তু
থেকে উত্তম। বরং তোমরাই
তোমাদের উপঢৌকন
নিয়ে সুখে থাক।
[27:37]
ফিরে
যাও তাদের কাছে। এখন অবশ্যই
আমি তাদের বিরুদ্ধে এক সৈন্যবাহিনী
নিয়ে আসব, যার মোকাবেলা
করার শক্তি তাদের
নেই। আমি
অবশ্যই তাদেরকে
অপদস্থ করে সেখান
থেকে বহিষ্কৃত
করব এবং তারা হবে
লাঞ্ছিত।
[27:38]
সুলায়মান
বললেন, হে পরিষদবর্গ, তারা আত্নসমর্পণ
করে আমার কাছে
আসার পূর্বে কে
বিলকীসের সিংহাসন
আমাকে এনে দেবে?
[27:39]
জনৈক
দৈত্য-জিন বলল, আপনি আপনার
স্থান থেকে উঠার পূর্বে
আমি তা এনে দেব
এবং আমি একাজে
শক্তিবান, বিশ্বস্ত।
[27:40]
কিতাবের
জ্ঞান যার ছিল, সে বলল, আপনার
দিকে আপনার চোখের
পলক ফেলার পূর্বেই
আমি তা আপনাকে
এনে দেব। অতঃপর
সুলায়মান যখন তা
সামনে রক্ষিত দেখলেন, তখন বললেন
এটা আমার পালনকর্তার
অনুগ্রহ, যাতে তিনি
আমাকে পরীক্ষা করেন যে, আমি কৃতজ্ঞতা
প্রকাশ করি, না অকৃতজ্ঞতা
প্রকাশ করি। যে কৃতজ্ঞতা
প্রকাশ করে, সে নিজের
উপকারের জন্যেই
কৃতজ্ঞতা প্রকাশ
করে এবং যে অকৃতজ্ঞতা
প্রকাশ করে সে জানুক
যে, আমার পালনকর্তা
অভাবমুক্ত কৃপাশীল।
[27:41]
সুলায়মান
বললেন, বিলকীসের সামনে
তার সিংহাসনের আকার-আকৃতি
বদলিয়ে দাও, দেখব সে
সঠিক বুঝতে পারে, না সে
তাদের অন্তর্ভুক্ত, যাদের
দিশা নেই ?
[27:42]
অতঃপর
যখন বিলকীস এসে
গেল, তখন তাকে
জিজ্ঞাসা করা হল, তোমার
সিংহাসন কি এরূপই? সে বলল, মনে হয়
এটা সেটাই। আমরা পূর্বেই
সমস্ত অবগত হয়েছি
এবং আমরা আজ্ঞাবহও
হয়ে গেছি।
[27:43]
আল্লাহর
পরিবর্তে সে যার
এবাদত করত, সেই তাকে
ঈমান থেকে নিবৃত্ত
করেছিল। নিশ্চয়
সে কাফের সম্প্রদায়ের
অন্তর্ভুক্ত ছিল।
[27:44]
তাকে
বলা হল, এই প্রাসাদে প্রবেশ
কর।
যখন সে
তার প্রতি দৃষ্টিপাত
করল সে ধারণা করল
যে, এটা স্বচ্ছ
গভীর জলাশয়। সে তার
পায়ের গোছা খুলে
ফেলল। সুলায়মান বলল, এটা তো
স্বচ্ছ স্ফটিক
নির্মিত প্রাসাদ। বিলকীস বলল, হে আমার
পালনকর্তা, আমি তো
নিজের প্রতি জুলুম
করেছি। আমি সুলায়মানের
সাথে বিশ্ব জাহানের
পালনকর্তা আল্লাহর
কাছে আত্নসমর্পন
করলাম।