[27:89]

যে কেউ সৎকর্ম নিয়ে আসবে, সে উৎকৃষ্টতর প্রতিদান পাবে এবং সেদিন তারা গুরুতর অস্থিরতা থেকে নিরাপদ থাকবে

[27:90]

এবং যে মন্দ কাজ নিয়ে আসবে, তাকে অগ্নিতে অধঃমূখে নিক্ষেপ করা হবেতোমরা যা করছিলে, তারই প্রতিফল তোমরা পাবে

[27:91]

আমি তো কেবল এই নগরীর প্রভুর এবাদত করতে আদিষ্ট হয়েছি, যিনি একে সম্মানিত করেছেনএবং সব কিছু তাঁরইআমি আরও আদিষ্ট হয়েছি যেন আমি আজ্ঞাবহদের একজন হই

[27:92]

এবং যেন আমি কোরআন পাঠ করে শোনাইপর যে ব্যক্তি ৎপথে চলে, সে নিজের কল্যাণার্থেই সৎপথে চলে এবং কেউ পথভ্রষ্ট হলে আপনি বলে দিন, আমি তো কেবল একজন ভীতি প্রদর্শনকারী

[27:93]

এবং আরও বলুন, সমস্ত প্রশংসা আল্লাহরসত্বরই তিনি তাঁর নিদর্শনসমূহ তোমাদেরকে দেখাবেনতখন তোমরা তা চিনতে পারবেএবং তোমরা যা কর, সে সম্পর্কে আপনার পালনকর্তা গাফেল নন

 

Al-Qasas

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

[28:1]

ত্বা-সীন-মীম

[28:2]

এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত

[28:3]

আমি আপনার কাছে মূসা ও ফেরাউনের বৃত্তান্ত সত্য সহকারে বর্ণনা করছি ঈমানদার সম্প্রদায়ের জন্যে

[28:4]

ফেরাউন তার দেশে উদ্ধত হয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দূর্বল করে দিয়েছিলসে তাদের পুত্র-সন্তানদেরকে হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখতনিশ্চয় সে ছিল অনর্থ সৃষ্টিকারী

[28:5]

দেশে যাদেরকে দূর্বল করা হয়েছিল, আমার ইচ্ছা হল তাদের প্রতি অনুগ্রহ করার, তাদেরকে নেতা করার এবং তাদেরকে দেশের উত্তরাধিকারী করার