[28:85]
যিনি
আপনার প্রতি কোরআনের
বিধান পাঠিয়েছেন, তিনি অবশ্যই
আপনাকে স্বদেশে
ফিরিয়ে আনবেন। বলুন আমার
পালনকর্তা ভাল
জানেন কে হেদায়েত নিয়ে এসেছে
এবং কে প্রকাশ্য
বিভ্রান্তিতে
আছে।
[28:86]
আপনি
আশা করতেন না যে, আপনার
প্রতি কিতাব অবর্তীর্ণ হবে। এটা কেবল
আপনার পালনকর্তার
রহমত। অতএব আপনি
কাফেরদের সাহায্যকারী
হবেন না।
[28:87]
কাফেররা
যেন আপনাকে আল্লাহর
আয়াত থেকে বিমুখ
না করে সেগুলো আপনার
প্রতি অবর্তীর্ণ
হওয়ার পর আপনি
আপনার পালনকর্তার
প্রতি দাওয়াত দিন এবং কিছুতেই
মুশরিকদের অন্তর্ভুক্ত
হবেন না।
[28:88]
আপনি
আল্লাহর সাথে অন্য
উপাস্যকে আহবান
করবেন না। তিনি ব্যতীত
অন্য কোন উপাস্য
নেই। আল্লাহর
সত্তা ব্যতীত সবকিছু
ধবংস হবে। বিধান তাঁরই
এবং তোমরা তাঁরই
কাছে প্রত্যাবর্তিত
হবে।
Al-‘Ankabût
শুরু করছি
আল্লাহর নামে যিনি
পরম করুণাময়, অতি দয়ালু।
[29:1]
আলিফ-লাম-মীম।
[29:2]
মানুষ
কি মনে করে যে, তারা একথা
বলেই অব্যাহতি
পেয়ে যাবে যে, আমরা বিশ্বাস
করি এবং তাদেরকে
পরীক্ষা করা হবে
না?
[29:3]
আমি তাদেরকেও
পরীক্ষা করেছি, যারা তাদের
পূর্বে ছিল। আল্লাহ
অবশ্যই জেনে নেবেন
যারা সত্যবাদী
এবং নিশ্চয়ই জেনে
নেবেন মিথ্যুকদেরকে।
[29:4]
যারা
মন্দ কাজ করে, তারা কি
মনে করে যে, তারা আমার হাত থেকে
বেঁচে যাবে? তাদের
ফয়সালা খুবই মন্দ।
[29:5]
যে আল্লাহর
সাক্ষাত কামনা
করে, আল্লাহর
সেই নির্ধারিত কাল অবশ্যই
আসবে। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।
[29:6]
যে কষ্ট
স্বীকার করে, সে তো
নিজের জন্যেই কষ্ট স্বীকার
করে। আল্লাহ
বিশ্ববাসী থেকে
বে-পরওয়া।