[2:17]
তাদের অবস্থা
সে ব্যক্তির মত, যে লোক কোথাও
আগুন জ্বালালো
এবং তার
চারদিককার সবকিছুকে
যখন আগুন স্পষ্ট
করে তুললো, ঠিক এমনি
সময় আল্লাহ তার চারদিকের
আলোকে উঠিয়ে নিলেন
এবং তাদেরকে অন্ধকারে
ছেড়ে দিলেন।
ফলে,
তারা কিছুই দেখতে পায়
না।
[2:18]
তারা বধির, মূক ও অন্ধ।
সুতরাং তারা
ফিরে আসবে না।
[2:19]
আর তাদের উদাহরণ
সেসব লোকের মত
যারা দুর্যোগপূর্ণ
ঝড়ো রাতে পথ চলে, যাতে থাকে আঁধার, গর্জন ও বিদ্যুৎচমক। মৃত্যুর
ভয়ে গর্জনের সময়
কানে আঙ্গুল দিয়ে
রক্ষা পেতে
চায়। অথচ
সমস্ত কাফেরই আল্লাহ
কর্তৃক পরিবেষ্ঠিত।
[2:20]
বিদ্যুতালোকে
যখন সামান্য আলোকিত
হয়, তখন
কিছুটা পথ চলে।
আবার যখন অন্ধকার
হয়ে যায়,
তখন ঠাঁয় দাঁড়িয়ে
থাকে। যদি
আল্লাহ ইচ্ছা করেন, তাহলে তাদের শ্রবণশক্তি
ও দৃষ্টিশক্তি
ছিনিয়ে নিতে পারেন।
আল্লাহ যাবতীয়
বিষয়ের উপর সর্বময়
ক্ষমতাশীল।
[2:21]
হে মানব সমাজ!
তোমরা তোমাদের
পালনকর্তার এবাদত
কর, যিনি তোমাদিগকে
এবং তোমাদের পূর্ববর্তীদিগকে
সৃষ্টি করেছেন।
তাতে আশা করা
যায়, তোমরা
পরহেযগারী অর্জন
করতে পারবে।
[2:22]
যে পবিত্রসত্তা
তোমাদের জন্য
ভূমিকে বিছানা
এবং আকাশকে ছাদ স্বরূপ
স্থাপন করে দিয়েছেন, আর আকাশ থেকে
পানি বর্ষণ করে
তোমাদের জন্য
ফল-ফসল উৎপাদন করেছেন
তোমাদের খাদ্য
হিসাবে। অতএব, আল্লাহর
সাথে তোমরা অন্য
কাকেও সমকক্ষ
করো না। বস্তুতঃ
এসব তোমরা জান।
[2:23]
এতদসম্পর্কে
যদি তোমাদের কোন
সন্দেহ থাকে যা
আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ
করেছি, তাহলে
এর মত একটি সূরা
রচনা করে নিয়ে
এস। তোমাদের
সেসব সাহায্যকারীদেরকে
সঙ্গে নাও-এক আল্লাহকে
ছাড়া, যদি
তোমরা সত্যবাদী
হয়ে থাকো।
[2:24]
আর যদি তা
না পার-অবশ্য তা
তোমরা কখনও পারবে
না, তাহলে
সে দোযখের
আগুন থেকে রক্ষা
পাওয়ার চেষ্টা
কর, যার
জ্বালানী হবে মানুষ
ও পাথর। যা প্রস্তুত
করা হয়েছে কাফেরদের
জন্য।