[29:46]

তোমরা কিতাবধারীদের সাথে তর্ক-বিতর্ক করবে না, কিন্তু উত্তম পন্থায়; তবে তাদের সাথে নয়, যারা তাদের মধ্যে বে-ইনসাফএবং বল, আমাদের প্রতি ও তোমাদের প্রতি যা নাযিল করা হয়েছে, তাতে আমরা বিশ্বাস স্থাপন করেছিআমাদের উপাস্য ও তোমাদের উপাস্য একই এবং আমরা তাঁরই আজ্ঞাবহ

[29:47]

এভাবেই আমি আপনার প্রতি কিতাব অবর্তীণ করেছিঅতঃপর যাদের কে আমি কিতাব দিয়েছিলাম, তারা একে মেনে চলে এবং এদেরও (মক্কাবাসীদেরও) কেউ কেউ এতে বিশ্বাস রাখেকেবল কাফেররাই আমার আয়াতসমূহ অস্বীকার করে

[29:48]

আপনি তো এর পূর্বে কোন কিতাব পাঠ করেননি এবং স্বীয় দক্ষিণ হস্ত দ্বারা কোন কিতাব লিখেননিএরূপ হলে মিথ্যাবাদীরা অবশ্যই সন্দেহ পোষণ করত

[29:49]

বরং যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, তাদের অন্তরে ইহা (কোরআন) তো স্পষ্ট আয়াতকেবল বে-ইনসাফরাই আমার আয়াতসমূহ অস্বীকার করে

[29:50]

তারা বলে, তার পালনকর্তার পক্ষ থেকে তার প্রতি কিছু নিদর্শন অবতীর্ণ হল না কেন? বলুন, নিদর্শন তো আল্লাহর ইচ্ছাধীনআমি তো একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র

[29:51]

এটাকি তাদের জন্যে যথেষ্ট নয় যে, আমি আপনার প্রতি কিতাব নাযিল করেছি, যা তাদের কাছে পাঠ করা হয়এতে অবশ্যই বিশ্বাসী লোকদের জন্যে রহমত ও উপদেশ আছে

[29:52]

বলুন, আমার মধ্যে ও তোমাদের মধ্যে আল্লাহই সাক্ষীরূপে যথেষ্টতিনি জানেন যা কিছু নভোমন্ডলে ও ভূ-মন্ডলে আছেআর যারা মিথ্যায় বিশ্বাস করে ও আল্লাহকে অস্বীকার করে, তারাই ক্ষতিগ্রস্ত