[29:64]

এই পার্থিব জীবন ক্রীড়া-কৌতুক বৈ তো কিছুই নয় পরকালের গৃহই প্রকৃত জীবন; যদি তারা জানত

[29:65]

তারা যখন জলযানে আরোহণ করে তখন একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকেঅতঃপর তিনি যখন স্থলে এনে তাদেরকে উদ্ধার করেন, তখনই তারা শরীক করতে থাকে

[29:66]

যাতে তারা তাদের প্রতি আমার দান অস্বীকার করে এবং ভোগ-বিলাসে ডুবে থাকেসত্বরই তারা জানতে পারবে

[29:67]

তারা কি দেখে না যে, আমি একটি নিরাপদ আশ্রয়স্থল করেছিঅথচ এর চতুপার্শ্বে যারা আছে, তাদের উপর আক্রমণ করা হয়তবে কি তারা মিথ্যায়ই বিশ্বাস করবে এবং আল্লাহর নেয়ামত অস্বীকার করবে?

[29:68]

যে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা গড়ে অথবা তার কাছে সত্য আসার পর তাকে অস্বীকার করে, তার কি স্মরণ রাখা উচিত নয় যে, জাহান্নামই সেসব কাফেরের আশ্রয়স্থল হবে?

[29:69]

যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করবনিশ্চয় আল্লাহ সৎকর্মপরায়ণদের সাথে আছেন

 

Ar-Rûm

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

[30:1]

আলিফ-লাম-মীম,

[30:2]

রোমকরা পরাজিত হয়েছে,

[30:3]

নিকটবর্তী এলাকায় এবং তারা তাদের পরাজয়ের পর অতিসত্বর বিজয়ী হবে,

[30:4]

কয়েক বছরের মধ্যেঅগ্র-পশ্চাতের কাজ আল্লাহর হাতেই সেদিন মুমিনগণ আনন্দিত হবে

[30:5]

আল্লাহর সাহায্যেতিনি যাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী, পরম দয়ালু