[29:64]
এই পার্থিব
জীবন ক্রীড়া-কৌতুক
বৈ তো কিছুই নয়। পরকালের
গৃহই প্রকৃত জীবন; যদি তারা
জানত।
[29:65]
তারা
যখন জলযানে আরোহণ
করে তখন একনিষ্ঠভাবে
আল্লাহকে ডাকে। অতঃপর
তিনি যখন স্থলে
এনে তাদেরকে উদ্ধার
করেন, তখনই
তারা শরীক করতে
থাকে।
[29:66]
যাতে
তারা তাদের প্রতি
আমার দান অস্বীকার
করে এবং ভোগ-বিলাসে
ডুবে থাকে। সত্বরই
তারা জানতে পারবে।
[29:67]
তারা
কি দেখে না যে, আমি একটি
নিরাপদ আশ্রয়স্থল করেছি। অথচ এর
চতুপার্শ্বে যারা
আছে, তাদের
উপর আক্রমণ করা
হয়।
তবে কি
তারা মিথ্যায়ই
বিশ্বাস করবে এবং
আল্লাহর নেয়ামত
অস্বীকার করবে?
[29:68]
যে আল্লাহ
সম্পর্কে মিথ্যা
কথা গড়ে অথবা তার
কাছে সত্য আসার
পর তাকে অস্বীকার
করে, তার কি
স্মরণ রাখা উচিত
নয় যে, জাহান্নামই
সেসব কাফেরের আশ্রয়স্থল
হবে?
[29:69]
যারা
আমার পথে সাধনায়
আত্মনিয়োগ করে, আমি অবশ্যই তাদেরকে
আমার পথে পরিচালিত
করব। নিশ্চয়
আল্লাহ সৎকর্মপরায়ণদের
সাথে আছেন।
Ar-Rûm
শুরু করছি
আল্লাহর নামে যিনি
পরম করুণাময়, অতি দয়ালু।
[30:1]
আলিফ-লাম-মীম,
[30:2]
রোমকরা
পরাজিত হয়েছে,
[30:3]
নিকটবর্তী
এলাকায় এবং তারা
তাদের পরাজয়ের
পর অতিসত্বর বিজয়ী
হবে,
[30:4]
কয়েক
বছরের মধ্যে। অগ্র-পশ্চাতের
কাজ আল্লাহর হাতেই। সেদিন
মুমিনগণ আনন্দিত
হবে।
[30:5]
আল্লাহর
সাহায্যে। তিনি যাকে
ইচ্ছা সাহায্য
করেন এবং তিনি পরাক্রমশালী, পরম দয়ালু।