[30:25]
তাঁর
অন্যতম নিদর্শন
এই যে, তাঁরই
আদেশে আকাশ ও পৃথিবী
প্রতিষ্ঠিত আছে। অতঃপর
যখন তিনি মৃত্তিকা
থেকে উঠার জন্যে
তোমাদের ডাক দেবেন, তখন তোমরা
উঠে আসবে।
[30:26]
নভোমন্ডলে
ও ভুমন্ডলে যা
কিছু আছে, সব তাঁরই। সবাই তাঁর আজ্ঞাবহ।
[30:27]
তিনিই
প্রথমবার সৃষ্টিকে
অস্তিত্বে আনয়ন
করেন, অতঃপর তিনি সৃষ্টি
করবেন। এটা তাঁর জন্যে
সহজ। আকাশ
ও পৃথিবীতে সর্বোচ্চ
মর্যাদা তাঁরই
এবং তিনিই পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
[30:28]
আল্লাহ
তোমাদের জন্যে
তোমাদেরই মধ্য
থেকে একটি দৃষ্টান্ত
বর্ণনা করেছেনঃ
তোমাদের আমি যে
রুযী দিয়েছি, তোমাদের
অধিকারভুক্ত দাস-দাসীরা
কি তাতে তোমাদের
সমান সমান অংশীদার? তোমরা
কি তাদেরকে সেরূপ
ভয় কর, যেরূপ
নিজেদের লোককে
ভয় কর? এমনিভাবে
আমি সমঝদার সম্প্রদায়ের
জন্যে নিদর্শনাবলী বিস্তারিত
বর্ণনা করি।
[30:29]
বরং যারা
যে-ইনসাফ, তারা অজ্ঞানতাবশতঃ
তাদের খেয়াল-খূশীর
অনুসরণ করে থাকে। অতএব, আল্লাহ
যাকে পথভ্রষ্ট
করেন, তাকে
কে বোঝাবে? তাদের
কোন সাহায্যকারী
নেই।
[30:30]
তুমি
একনিষ্ঠ ভাবে নিজেকে
ধর্মের উপর প্রতিষ্ঠিত
রাখ। এটাই আল্লাহর
প্রকৃতি, যার উপর তিনি
মানব সৃষ্টি করেছেন। আল্লাহর
সৃষ্টির কোন পরিবর্তন
নেই। এটাই
সরল ধর্ম। কিন্তু
অধিকাংশ মানুষ
জানে না।
[30:31]
সবাই
তাঁর অভিমুখী হও
এবং ভয় কর, নামায
কায়েম কর এবং মুশরিকদের
অন্তর্ভুক্ত হয়ো
না।
[30:32]
যারা
তাদের ধর্মে বিভেদ
সৃষ্টি করেছে এবং
অনেক দলে বিভক্ত
হয়ে পড়েছে। প্রত্যেক
দলই নিজ নিজ মতবাদ
নিয়ে উল্লসিত।