[31:20]
তোমরা
কি দেখ না আল্লাহ
নভোমন্ডল ও ভূ-মন্ডলে যাকিছু
আছে, সবই তোমাদের
কাজে নিয়োজিত
করে দিয়েছেন এবং
তোমাদের প্রতি
তাঁর প্রকাশ্য
ও অপ্রকাশ্য নেয়ামতসমূহ
পরিপূর্ন করে দিয়েছেন? এমন লোক
ও আছে; যারা জ্ঞান, পথনির্দেশ
ও উজ্জল কিতাব
ছাড়াই আল্লাহ সম্পর্কে
বাকবিতন্ডা করে।
[31:21]
তাদেরকে
যখন বলা হয়, আল্লাহ
যা নাযিল করেছেন, তোমরা তার অনুসরণ
কর, তখন তারা
বলে, বরং আমরা
আমাদের পূর্বপুরুষদেরকে
যে বিষয়ের উপর পেয়েছি, তারই অনুসরণ
করব। শয়তান
যদি তাদেরকে জাহান্নামের
শাস্তির দিকে দাওয়াত দেয়, তবুও কি?
[31:22]
যে ব্যক্তি
সৎকর্মপরায়ণ
হয়ে স্বীয় মুখমন্ডলকে
আল্লাহ অভিমূখী
করে, সে এক
মজবুত হাতল ধারণ
করে, সকল কর্মের
পরিণাম আল্লাহর
দিকে।
[31:23]
যে ব্যক্তি
কুফরী করে তার
কুফরী যেন আপনাকে
চিন্তিত না করে। আমারই
দিকে তাদের প্রত্যাবর্তন, অতঃপর
আমি তাদের কর্ম
সম্পর্কে তাদেরকে অবহিত
করব। অন্তরে
যা কিছু রয়েছে, সে সম্পর্কে
আল্লাহ সবিশেষ
পরিজ্ঞাত।
[31:24]
আমি তাদেরকে
স্বল্পকালের জন্যে
ভোগবিলাস করতে
দেব, অতঃপর
তাদেরকে বাধ্য
করব গুরুতর শাস্তি
ভোগ করতে।
[31:25]
আপনি
যদি তাদেরকে জিজ্ঞেস
করেন, নভোমন্ডল
ও ভূ-মন্ডল কে সৃষ্টি
করেছে? তারা অবশ্যই বলবে, আল্লাহ। বলুন, সকল প্রশংসাই
আল্লাহর। বরং তাদের
অধিকাংশই জ্ঞান
রাখে না।
[31:26]
নভোমন্ডল
ও ভূ-মন্ডলে যা
কিছু রয়েছে সবই
আল্লাহর। আল্লাহ
অভাবমুক্ত, প্রশংসিত।
[31:27]
পৃথিবীতে
যত বৃক্ষ আছে, সবই যদি
কলম হয় এবং সমুদ্রের সাথেও
সাত সমুদ্র যুক্ত
হয়ে কালি হয়, তবুও তাঁর
বাক্যাবলী লিখে
শেষ করা যাবে না। নিশ্চয়
আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
[31:28]
তোমাদের
সৃষ্টি ও পুনরুত্থান
একটি মাত্র প্রাণীর সৃষ্টি
ও পুনরুত্থানের
সমান বৈ নয়। নিশ্চয়
আল্লাহ সব কিছু
শোনেন, সবকিছু দেখেন।