[31:29]
তুমি
কি দেখ না যে, আল্লাহ
রাত্রিকে দিবসে
প্রবিষ্ট করেন এবং
দিবসকে রাত্রিতে
প্রবিষ্ট করেন? তিনি চন্দ্র
ও সূর্যকে কাজে
নিয়োজিত করেছেন। প্রত্যেকেই
নির্দিষ্টকাল
পর্যন্ত পরিভ্রমণ
করে। তুমি
কি আরও দেখ না যে, তোমরা
যা কর, আল্লাহ
তার খবর রাখেন?
[31:30]
এটাই
প্রমাণ যে, আল্লাহ-ই
সত্য এবং আল্লাহ
ব্যতীত তারা যাদের
পূজা করে সব মিথ্যা। আল্লাহ
সর্বোচ্চ, মহান।
[31:31]
তুমি
কি দেখ না যে, আল্লাহর
অনুগ্রহে জাহাজ
সমুদ্রে চলাচল
করে, যাতে তিনি
তোমাদেরকে তাঁর
নিদর্শনাবলী প্রদর্শন
করেন? নিশ্চয়
এতে প্রত্যেক সহনশীল, কৃতজ্ঞ
ব্যক্তির জন্যে
নিদর্শন রয়েছে।
[31:32]
যখন তাদেরকে
মেঘমালা সদৃশ তরংগ
আচ্ছাদিত করে নেয়, তখন তারা খাঁটি
মনে আল্লাহকে ডাকতে
থাকে। অতঃপর তিনি
যখন তাদেরকে স্থলভাগের
দিকে উদ্ধার করে
আনেন, তখন
তাদের কেউ কেউ
সরল পথে চলে। কেবল মিথ্যাচারী, অকৃতজ্ঞ ব্যক্তিই
আমার নিদর্শনাবলী
অস্বীকার করে।
[31:33]
হে মানব
জাতি! তোমরা তোমাদের
পালনকর্তাকে ভয়
কর এবং ভয় কর এমন
এক দিবসকে, যখন পিতা
পুত্রের কোন কাজে
আসবে না এবং পুত্রও
তার পিতার কোন উপকার
করতে পারবে না। নিঃসন্দেহে
আল্লাহর ওয়াদা
সত্য। অতএব, পার্থিব
জীবন যেন তোমাদেরকে
ধোঁকা না দেয়
এবং আল্লাহ সম্পর্কে
প্রতারক শয়তানও
যেন তোমাদেরকে
প্রতারিত না করে।
[31:34]
নিশ্চয়
আল্লাহর কাছেই
কেয়ামতের জ্ঞান
রয়েছে। তিনিই বৃষ্টি
বর্ষণ করেন এবং
গর্ভাশয়ে যা থাকে, তিনি তা
জানেন। কেউ জানে না
আগামীকল্য সে কি
উপার্জন করবে এবং
কেউ জানে না কোন
দেশে সে মৃত্যুবরণ
করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে
সম্যক জ্ঞাত।