[32:12]
যদি আপনি
দেখতেন যখন অপরাধীরা
তাদের পালনকর্তার
সামনে নতশির হয়ে
বলবে, হে
আমাদের পালনকর্তা, আমরা দেখলাম
ও শ্রবণ করলাম। এখন আমাদেরকে পাঠিয়ে
দিন, আমরা সৎকর্ম
করব। আমরা
দৃঢ়বিশ্বাসী হয়ে
গেছি।
[32:13]
আমি ইচ্ছা
করলে প্রত্যেককে
সঠিক দিক নির্দেশ
দিতাম; কিন্তু আমার এ
উক্তি অবধারিত
সত্য যে, আমি জিন ও মানব
সকলকে দিয়ে অবশ্যই জাহান্নাম
পূর্ণ করব।
[32:14]
অতএব
এ দিবসকে ভূলে
যাওয়ার কারণে তোমরা
মজা আস্বাদন কর। আমিও তোমাদেরকে
ভুলে গেলাম। তোমরা
তোমাদের কৃতকর্মের
কারণে স্থায়ী আযাব ভোগ কর।
[32:15]
কেবল
তারাই আমার আয়াতসমূহের
প্রতি ঈমান আনে, যারা আয়াতসমূহ
দ্বারা উপদেশপ্রাপ্ত
হয়ে সেজদায় লুটিয়ে
পড়ে এবং অহংকারমুক্ত
হয়ে তাদের পালনকর্তার
সপ্রশংস পবিত্রতা
বর্ণনা করে। [ Sajdah ]
[32:16]
তাদের
পার্শ্ব শয্যা
থেকে আলাদা থাকে। তারা তাদের পালনকর্তাকে
ডাকে ভয়ে ও আশায়
এবং আমি তাদেরকে
যে রিযিক দিয়েছি, তা থেকে
ব্যয় করে।
[32:17]
কেউ জানে
না তার জন্যে কৃতকর্মের
কি কি নয়ন-প্রীতিকর প্রতিদান
লুক্কায়িত আছে।
[32:18]
ঈমানদার
ব্যক্তি কি অবাধ্যের
অনুরূপ? তারা সমান নয়।
[32:19]
যারা
ঈমান আনে ও সৎকর্ম
করে, তাদের
জন্যে রয়েছে তাদের কৃতকর্মের
আপ্যায়নস্বরূপ
বসবাসের জান্নাত।
[32:20]
পক্ষান্তরে
যারা অবাধ্য হয়, তাদের
ঠিকানা জাহান্নাম। যখনই তারা
জাহান্নাম থেকে
বের হতে চাইবে, তখনই তাদেরকে
তথায় ফিরিয়ে দেয়া
হবে এবং তাদেরকে
বলা হবে, তোমরা জাহান্নামের
যে আযাবকে মিথ্যা
বলতে, তার
স্বাদ আস্বাদন কর।