Al-Ahzâb
শুরু করছি
আল্লাহর নামে যিনি
পরম করুণাময়, অতি দয়ালু।
[33:1]
হে নবী!
আল্লাহকে ভয় করুন
এবং কাফের ও কপট বিশ্বাসীদের
কথা মানবেন না। নিশ্চয়
আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
[33:2]
আপনার
পালনকর্তার পক্ষ
থেকে যা অবতীর্ণ
হয়, আপনি তার অনুসরণ
করুন। নিশ্চয় তোমরা
যা কর, আল্লাহ
সে বিষয়ে খবর রাখেন।
[33:3]
আপনি
আল্লাহর উপর ভরসা
করুন। কার্যনির্বাহীরূপে আল্লাহই
যথেষ্ট।
[33:4]
আল্লাহ
কোন মানুষের মধ্যে
দুটি হৃদয় স্থাপন
করেননি। তোমাদের
স্ত্রীগণ যাদের
সাথে তোমরা যিহার
কর, তাদেরকে
তোমাদের জননী
করেননি এবং তোমাদের
পোষ্যপুত্রদেরকে
তোমাদের পুত্র
করেননি। এগুলো
তোমাদের মুখের কথা মাত্র। আল্লাহ
ন্যায় কথা বলেন
এবং পথ প্রদর্শন
করেন।
[33:5]
তোমরা
তাদেরকে তাদের
পিতৃপরিচয়ে ডাক। এটাই আল্লাহর কাছে ন্যায়সঙ্গত। যদি তোমরা
তাদের পিতৃ-পরিচয়
না জান, তবে তারা তোমাদের
ধর্মীয় ভাই ও
বন্ধুরূপে গণ্য
হবে। এ
ব্যাপারে তোমাদের
কোন বিচ্যুতি
হলে তাতে তোমাদের কোন গোনাহ
নেই, তবে ইচ্ছাকৃত
হলে ভিন্ন কথা। আল্লাহ
ক্ষমাশীল, পরম দয়ালু।
[33:6]
নবী মুমিনদের
নিকট তাদের নিজেদের
অপেক্ষা অধিক ঘনিষ্ঠ এবং তাঁর
স্ত্রীগণ তাদের
মাতা। আল্লাহর বিধান
অনুযায়ী মুমিন
ও মুহাজিরগণের
মধ্যে যারা আত্নীয়, তারা পরস্পরে
অধিক ঘনিষ্ঠ। তবে তোমরা
যদি তোমাদের বন্ধুদের
প্রতি দয়া-দাক্ষিণ্য
করতে চাও, করতে পার। এটা লওহে-মাহফুযে
লিখিত আছে।