[33:7]
যখন আমি
পয়গম্বরগণের কাছ
থেকে, আপনার
কাছ থেকে এবং নূহ, ইব্রাহীম, মূসা ও
মরিয়ম তনয় ঈসার
কাছ থেকে অঙ্গীকার
নিলাম এবং অঙ্গীকার নিলাম
তাদের কাছ থেকে
দৃঢ় অঙ্গীকার।
[33:8]
সত্যবাদীদেরকে
তাদের সত্যবাদিতা
সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য। তিনি কাফেরদের
জন্য যন্ত্রণাদায়ক
শাস্তি প্রস্তুত
রেখেছেন।
[33:9]
হে মুমিনগণ!
তোমরা তোমাদের
প্রতি আল্লাহর
নেয়ামতের কথা স্মরণ
কর, যখন শত্রুবাহিনী
তোমাদের নিকটবর্তী
হয়েছিল, অতঃপর আমি তাদের বিরুদ্ধে
ঝঞ্চাবায়ু এবং
এমন সৈন্যবাহিনী
প্রেরণ করেছিলাম, যাদেরকে
তোমরা দেখতে না। তোমরা
যা কর, আল্লাহ
তা দেখেন।
[33:10]
যখন তারা
তোমাদের নিকটবর্তী
হয়েছিল উচ্চ ভূমি
ও নিম্নভূমি থেকে
এবং যখন তোমাদের
দৃষ্টিভ্রম হচ্ছিল, প্রাণ
কন্ঠাগত হয়েছিল
এবং তোমরা আল্লাহ
সম্পর্কে নানা
বিরূপ ধারণা পোষণ
করতে শুরু করছিলে।
[33:11]
সে সময়ে
মুমিনগণ পরীক্ষিত
হয়েছিল এবং ভীষণভাবে প্রকম্পিত
হচ্ছিল।
[33:12]
এবং যখন
মুনাফিক ও যাদের
অন্তরে রোগ ছিল
তারা বলছিল, আমাদেরকে
প্রদত্ত আল্লাহ
ও রসূলের প্রতিশ্রুতি
প্রতারণা বৈ নয়।
[33:13]
এবং যখন
তাদের একদল বলেছিল, হে ইয়াসরেববাসী, এটা টিকবার
মত জায়গা নয়, তোমরা
ফিরে চল। তাদেরই
একদল নবীর কাছে
অনুমতি প্রার্থনা করে বলেছিল, আমাদের
বাড়ী-ঘর খালি, অথচ সেগুলো
খালি ছিল না, পলায়ন
করাই ছিল তাদের
ইচ্ছা।
[33:14]
যদি শত্রুপক্ষ
চতুর্দিক থেকে
নগরে প্রবেশ করে
তাদের সাথে মিলিত
হত, অতঃপর
বিদ্রোহ করতে
প্ররোচিত করত, তবে তারা
অবশ্যই বিদ্রোহ করত এবং
তারা মোটেই বিলম্ব
করত না।
[33:15]
অথচ তারা
পূর্বে আল্লাহর
সাথে অঙ্গীকার
করেছিল যে, তারা পৃষ্ঠ
প্রদর্শন করবে
না।
আল্লাহর
অঙ্গীকার সম্পর্কে
জিজ্ঞাসা করা হবে।