[33:23]
মুমিনদের
মধ্যে কতক আল্লাহর
সাথে কৃত ওয়াদা
পূর্ণ করেছে। তাদের
কেউ কেউ মৃত্যুবরণ
করেছে এবং কেউ
কেউ প্রতীক্ষা
করছে। তারা তাদের সংকল্প
মোটেই পরিবর্তন
করেনি।
[33:24]
এটা এজন্য
যাতে আল্লাহ, সত্যবাদীদেরকে
তাদের সত্যবাদিতার
কারণে প্রতিদান
দেন এবং ইচ্ছা
করলে মুনাফেকদেরকে
শাস্তি দেন অথবা ক্ষমা
করেন। নিশ্চয় আল্লাহ
ক্ষমাশীল, পরম দয়ালু।
[33:25]
আল্লাহ
কাফেরদেরকে ক্রুদ্ধাবস্থায়
ফিরিয়ে দিলেন। তারা কোন কল্যাণ
পায়নি। যুদ্ধ করার
জন্য আল্লাহ মুমিনদের
জন্যে যথেষ্ট হয়ে
গেছেন। আল্লাহ শক্তিধর, পরাক্রমশালী।
[33:26]
কিতাবীদের
মধ্যে যারা কাফেরদের
পৃষ্টপোষকতা
করেছিল, তাদেরকে তিনি
তাদের দূর্গ থেকে
নামিয়ে দিলেন এবং
তাদের অন্তরে ভীতি
নিক্ষেপ করলেন। ফলে তোমরা
একদলকে হত্যা করছ
এবং একদলকে বন্দী
করছ।
[33:27]
তিনি
তোমাদেরকে তাদের
ভূমির, ঘর-বাড়ীর, ধন-সম্পদের এবং এমন
এক ভূ-খন্ডের মালিক
করে দিয়েছেন, যেখানে
তোমরা অভিযান
করনি। আল্লাহ সর্ববিষয়োপরি
সর্বশক্তিমান।
[33:28]
হে নবী, আপনার
পত্নীগণকে বলুন, তোমরা
যদি পার্থিব জীবন ও
তার বিলাসিতা কামনা
কর, তবে আস, আমি তোমাদের
ভোগের ব্যবস্থা
করে দেই এবং উত্তম
পন্থায় তোমাদের
বিদায় নেই।
[33:29]
পক্ষান্তরে
যদি তোমরা আল্লাহ, তাঁর রসূল
ও পরকাল কামনা
কর, তবে তোমাদের
সৎকর্মপরায়ণদের
জন্য আল্লাহ মহা
পুরস্কার প্রস্তুত
করে রেখেছেন।
[33:30]
হে নবী
পত্নীগণ! তোমাদের
মধ্যে কেউ প্রকাশ্য
অশ্লীল কাজ করলে
তাকে দ্বিগুণ শাস্তি
দেয়া হবে। এটা আল্লাহর
জন্য সহজ।