[33:31]
তোমাদের
মধ্যে যে কেউ আল্লাহ
ও তাঁর রসূলের
অনুগত হবে এবং সৎকর্ম
করবে, আমি
তাকে দুবার পুরস্কার
দেব এবং তার জন্য
আমি সম্মান জনক রিযিক
প্রস্তুত রেখেছি।
[33:32]
হে নবী
পত্নীগণ! তোমরা
অন্য নারীদের মত
নও; যদি তোমরা
আল্লাহকে ভয় কর, তবে পরপুরুষের
সাথে কোমল ও আকর্ষনীয়
ভঙ্গিতে কথা বলো না, ফলে সেই
ব্যক্তি কুবাসনা
করে, যার অন্তরে
ব্যাধি রয়েছে তোমরা
সঙ্গত কথাবার্তা
বলবে।
[33:33]
তোমরা
গৃহাভ্যন্তরে
অবস্থান করবে-মূর্খতা
যুগের অনুরূপ নিজেদেরকে
প্রদর্শন করবে
না।
নামায
কায়েম করবে, যাকাত
প্রদান করবে এবং আল্লাহ
ও তাঁর রসূলের
আনুগত্য করবে। হে নবী
পরিবারের সদস্যবর্গ। আল্লাহ
কেবল চান তোমাদের
থেকে অপবিত্রতা
দূর করতে এবং তোমাদেরকে
পূর্ণরূপে পূত-পবিত্র
রাখতে।
[33:34]
আল্লাহর
আয়াত ও জ্ঞানগর্ভ
কথা, যা তোমাদের
গৃহে পঠিত হয় তোমরা
সেগুলো স্মরণ
করবে। নিশ্চয় আল্লাহ
সূক্ষ্নদর্শী, সর্ববিষয়ে
খবর রাখেন।
[33:35]
নিশ্চয়
মুসলমান পুরুষ, মুসলমান
নারী, ঈমানদার
পুরুষ, ঈমানদার নারী, অনুগত
পুরুষ, অনুগত নারী, সত্যবাদী
পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্য্যশীল
পুরুষ, ধৈর্য্যশীল নারী, বিনীত
পুরুষ, বিনীত নারী, দানশীল
পুরুষ, দানশীল নারী, রোযা
পালণকারী পুরুষ, রোযা
পালনকারী নারী, যৌনাঙ্গ
হেফাযতকারী পুরুষ, , যৌনাঙ্গ
হেফাযতকারী নারী, আল্লাহর
অধিক যিকরকারী
পুরুষ ও যিকরকারী নারী-তাদের
জন্য আল্লাহ প্রস্তুত
রেখেছেন ক্ষমা
ও মহাপুরষ্কার।