[33:51]
আপনি
তাদের মধ্যে যাকে
ইচ্ছা দূরে রাখতে
পারেন এবং যাকে ইচ্ছা
কাছে রাখতে পারেন। আপনি যাকে
দূরে রেখেছেন, তাকে কামনা
করলে তাতে আপনার
কোন দোষ নেই। এতে অধিক
সম্ভাবনা আছে যে, তাদের
চক্ষু শীতল থাকবে; তারা দুঃখ পাবে
না এবং আপনি যা
দেন, তাতে তারা
সকলেই সন্তুষ্ট
থাকবে। তোমাদের অন্তরে যা আছে, আল্লাহ
জানেন। আল্লাহ সর্বজ্ঞ, সহনশীল।
[33:52]
এরপর
আপনার জন্যে কোন
নারী হালাল নয়
এবং তাদের পরিবর্তে
অন্য স্ত্রী গ্রহণ
করাও হালাল নয়
যদিও তাদের রূপলাবণ্য
আপনাকে মুগ্ধ করে, তবে দাসীর
ব্যাপার ভিন্ন। আল্লাহ
সর্ব বিষয়ের উপর
সজাগ নজর রাখেন।
[33:53]
হে মুমিনগণ!
তোমাদেরকে অনুমতি
দেয়া না হলে তোমরা খাওয়ার
জন্য আহার্য রন্ধনের
অপেক্ষা না করে
নবীর গৃহে প্রবেশ
করো না। তবে তোমরা
আহুত হলে প্রবেশ
করো, তবে
অতঃপর খাওয়া শেষে
আপনা আপনি চলে
যেয়ো, কথাবার্তায় মশগুল
হয়ে যেয়ো না। নিশ্চয়
এটা নবীর জন্য
কষ্টদায়ক। তিনি তোমাদের কাছে সংকোচ
বোধ করেন; কিন্তু
আল্লাহ সত্যকথা
বলতে সংকোচ করেন
না।
তোমরা
তাঁর পত্নীগণের
কাছে কিছু চাইলে
পর্দার আড়াল থেকে
চাইবে। এটা তোমাদের
অন্তরের জন্যে এবং তাঁদের
অন্তরের জন্যে
অধিকতর পবিত্রতার
কারণ। আল্লাহর রাসূলকে
কষ্ট দেয়া এবং তাঁর ওফাতের
পর তাঁর পত্নীগণকে
বিবাহ করা তোমাদের
জন্য বৈধ নয়। আল্লাহর
কাছে এটা গুরুতর
অপরাধ।
[33:54]
তোমরা
খোলাখুলি কিছু
বল অথবা গোপন
রাখ, আল্লাহ সর্ব বিষয়ে
সর্বজ্ঞ।